ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আগামীকাল কুমিল্লা স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান লড়াই
তানভীর দিপু
Published : Wednesday, 27 January, 2021 at 8:04 PM
আগামীকাল কুমিল্লা স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান লড়াইআগামীকাল কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান দ্বৈরথ। আজ সকালে হোমগ্রাউন্ড কুমিল্লায় অনুশীলন করেছে অষ্টেলিয়ান কোচ শন লেনের শীষ্যরা। বিকালে অনুশীলনে করেছে অবাহনী লিমিটেড। বড় ম্যাচকে সামনে রেখে চাপে থাকলেও সেটা মানতে রাজি না মোহামেডান কোচ। দলের প্রধান দুই তিন জন ফুটবলার ইনজুরিতে থাকলে ম্যাচে জয় নিয়ে আশাবাদী লেন। এদিকে চোট পেয়েছে মোহামেডানের কাপ্তান উরু নাগাতা। তবে কাল খেলা নিয়ে কোন সংশয় নেই জানালো মোহামেডানের অধিনায়ক। অনুশীলনেও খুব একটা তাকে দেখা যায়নি। তবে বড় ম্যাচ হিসেবে আবাহনীকে শক্ত প্রতিপক্ষ মনে করছে উরু।
এদিকে বিকেলে কুমিল্লা স্টেডিয়ামে অনুশীলনে আসে গত ৩ ম্যাচে টানা জয়ে থাকা আবাহনী লিমিটেড ঢাকা। ডার্বি ম্যাচ হলেও শক্ত মনোভাব নিয়েই মাঠে নামবেন বলে জানালেন ক্যাপ্টেন আবাহনী সোহেল রানা। তবে ম্যাচে ইনজুরির কারনে জাতীয় দলের ফুটবলার জীবন আর ব্রাজিলিয়ান আগুস্তো না খেলার সম্ভাবনার কথা জানালেন তিনি। ঢাকা ডার্বি এবার খেলা হচ্ছে কুমিল্লায়। আবাহনী -মোহামেডান দুই দলই চাইবে জিততে। ঐতিহাসিক এই ম্যাচটিকে তাই গুরুত্বের সাথেই নিয়েছে আবাহনী কোচ ম্যারিও ল্যামোস।
আবাহনী-মোহামেডান নিয়ে ম্যাচের আগেই উত্তেজনা সারা দেশে। হোমগ্রাউন্ড হিসেবে মোহামেডান কুমিল্লায় কিছুটা সুবিধা পেলেও পয়েন্ট টেবিলে এগিয়ে আছে আবাহনী। টান টান উত্তেজনার এই ম্যাচটিকে সফল করতে সবপ্রস্ততি নিয়েছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা।