করাচি টেস্ট: এক দিনে পড়ল ১৪ উইকেট
Published : Thursday, 28 January, 2021 at 12:00 AM
নিরাপত্তা
শঙ্কা আর করোনাভীতি কাটিয়ে দণি আফ্রিকা এখন পাকিস্তানে। সর্বশেষ ১৪ বছর
আগে পাকিস্তান সফর করেছিল তারা। ২০০৭ সালের সেই টেস্ট সিরিজে বলবয় ছিলেন
বাবর আজম। এবার সেই বাবরই পাকিস্তানের অধিনায়ক! এমন আবেগের দিনটি অবশ্য
স্মরণীয় হয়নি পাকিস্তানের। করাচি টেস্টের প্রথম দিন কুইন্টন ডি ককের দলকে
২২০ রানে অল আউট করেছিল তারা, কিন্তু দিনটি শেষ করেছে ৩৩ রানে ৪ উইকেট
হারিয়ে। সব মিলিয়ে করাচি টেস্টের প্রথম দিনেই উইকেট পড়েছে ১৪টি।
ইয়াসির
শাহ ৩ ও অভিষিক্ত স্পিনার নোমান আলীর শিকার ২ উইকেট। এ ছাড়া শাহীন আফ্রিদি
২, হাসান আলী নিয়েছেন ১ উইকেট। প্রোটিয়াদের দুই ব্যাটসম্যান হয়েছেন রান
আউট। ডিন এলগার ৫৮, জর্জ লিনদে ৩৫, ফাফ দু প্লেসিস ২৩ ও তেম্বা বাভুমা করেন
১৭ রান। জবাবে দুই ওপেনার ইমরান বাট ও আবিদ আলীকে শুরুতেই ফেরান কাগিসো
রাবাদা। এরপর বাবর আজম ৭ আর শাহীন আফ্রিদি ফেরেন ০ রানে।