ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৫জন গ্রেফতার,বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার
Published : Thursday, 28 January, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার মল্লিকাদীঘি, ছাতিয়ানী ও দক্ষিণ চান্দলা (রামচন্দ্রপুর) এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার অভিযোগে ফয়সাল, সুজন ও রূপালী বেগমকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা, ৪৮ বোতল স্ক্যাপ সিরাপ ও ৩১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এছাড়াও পুলিশ একই দিনে উপজেলার শিদলাই ও দক্ষিণ চান্দলা (রামচন্দ্রপুর) এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি আরব আলী ও আক্তার হোসেনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
থানা পুলিশসূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই আনোয়ার হোসেন এসআই জীবন কৃষ্ণ মজুমদার, এএসআই আজিজুর রহমান, এএসআই মতিউর রহমান, এএসআই কৃষ্ণ সরকার, এএসাআই বিপুল চন্দ্র রায় মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী মল্লিাকা দীঘি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকা থেকে একই ইউনিয়নের নারায়নপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে ফয়সাল (১৯) ও একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সুজন (২১) কে গ্রেফতার করেন। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪৮ বোতল স্ক্যাপ সিরাপ ও ৩১ বোতল ফেন্সিডিল সিরাপ উদ্ধার করেন। অন্যদিকে একই দিন সকালে উপজেলা সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী এলাকা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী উত্তর তেতাভূমি গ্রামের মৃত আঃ লতিফের মেয়ে রূপালী আক্তার (২৫) কে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। এছাড়া পুলিশ একই রাতে উপজেলার শিদলাই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি আরব আলী ও উপজেলার দক্ষিণ চান্দলা রামচন্দ্রপুর গ্রামের নান্নু খানের ছেলে আক্তার খানকে গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃতদের বুধবার (২৭ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন সত্যতা নিশ্চিত করেন।