ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৪০তম বিসিএস: লিখিত পরীায় উত্তীর্ণ ১১ হাজার
Published : Thursday, 28 January, 2021 at 12:00 AM
৪০তম বিসিএসের লিখিত পরীার ফল প্রকাশিত হয়েছে। এতে ১০ হাজার ৯৬৪ জন উত্তীর্ণ হয়েছেন। মৌখিক পরীা অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার আগে সরকারি কর্মকমিণের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৭ জানুয়ারি) কমিশনের বিশেষ সভায় ফল অনুমোদন দেওয়া হয়।
লিখিত পরীার ফল কমিশনের ওয়েবসাইটে (িি.িনঢ়ংপ.মড়া.নফ) পাওয়া যাচ্ছে। এছাড়া, টেলিটক অপারেটরের মাধ্যমে যেকোনও মোবাইল থেকে এসএমএস করে ৪০তম বিসিএসের লিখিত পরীার ফলাফল জানা যাবে। মোবাইল হ্যান্ডসেটের অপশনে গিয়ে চঝঈ<ঝঢ়ধপব>৪০<ঝঢ়ধপব>জবমরংঃৎধঃরড়হ ঘঁসনবৎ লিখে ১৬২২২ এ পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে নম্বরসহ চধংংবফ ভড়ৎ এবহবৎধষ ঈধফৎবং/এবহবৎধষ ধহফ ঞবপহরপধষ-চৎড়ভবংংরড়হধষ ঈধফৎবং/ঞবপযহরপধষ ঈধফৎবং অথবা ঋধরষবফ হিসেবে ফলাফল পাওয়া যাবে। যেমন, চঝঈ ৪০ ১২৩৪৫৬ ংবহফ ঃড় ১৬২২২।
মৌখিক পরীা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে জানানো হবে।