ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ
Published : Thursday, 28 January, 2021 at 12:00 AM
মাসুদ আলম।। কুমিল্লা জেলা পর্বে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২১ অনুষ্ঠিত হয়েছে। একদিনের এই প্রতিযোগিতায় কুমিল্লার জেলা ১৭ উপজেলা থেকে শিক্ষার্থীরা ৩৫টি প্রজেষ্ট প্রদর্শন করেন। গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় দেড় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগি অংশ নেয়।  
বুধবার (২৭ জানুয়ারি) কুমিল্লা জিলা স্কুলে এই বিজ্ঞান মেলার আয়োজন করে জেলা প্রশাসন। প্রতিযোগিতায় কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলায় প্রকল্প প্রদর্শনে জুনিয়র ও সিনিয়র গ্রুপে ১ম,২য় ও তয় এবং বিশেষ গ্রুপে ১ম ও ২য় এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াডে জুনিয়র ও সিনিয়র গ্রুপে ১ম থেমে ৫ম স্থান অজর্নকারীদের পুরস্কিত করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন, কুমিল্লার স্থানীয় সরকার উপ-পরিচালক শওকত ওসমান।   
এর আগে বুধবার সকালে কুমিল্লা জিলা স্কুলে এই বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মজিদ, কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার প্রমুখ। উপজেলায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জণকারী প্রতিযোগিরা এ মেলায় অংশ নেন। এর মধ্যে ৩৫ প্রকল্প এবং গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় দেড় শতাধিক প্রতিযোগি অংশ নেয়।  
কুমিল্লা জেলার ১৭ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বিজ্ঞানসম্মত ব্যবহারের ৩৫টি প্রজেক্ট নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। এরমধ্যে উল্লেখ যোগ্য ছিল, সমন্বিত মাচ চাষ, বৈজ্ঞানিক পদ্ধতিতে মুরগির ও পাখি পালন, বায়োমেট্রিক পদ্ধতিতে মাছ চাষ, জলজ পদার্থ, গ্রামীণ উন্নয়নের জন্য প্রকল্প, আল্ট্রা মডার্ণ বাইপানে ইন্সটেড অব ক্রসরোড এবং অটোমেটিক রোড লাইট কন্ট্রোল সিস্টেম বাই ইউজিং সেন্সর এবং পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রজেক্ট কিনার রোবটসহ বিজ্ঞানের ব্যবহার নিয়ে ৩৬টি প্রজেক্ট প্রদর্শন করেন মেলায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীরা।