কুমিল্লায় ‘ঘরবন্দি’ উচ্ছ্বাস
Published : Sunday, 31 January, 2021 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক: করোনা প্রকোপের কারণে পরীক্ষা না হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের
অটোপাসের ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার সারাদেশের ন্যায়ে কুমিল্লা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাসের
ফলাফল ঘোষণা করা হলেও নেই কোন উচ্ছ্বাস। শিক্ষার্থীরা ঘরবন্দি এবং
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থানায় ফলাফল ঘোষণা করা হলেও নেই কোন আনন্দ উল্লাস।
সারাদেশের
মতো কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমি শিক্ষাবোর্ডে জেএসসি-জেডিসি ও
এসএসসি-সমমান পরীার ফলের ভিত্তিতে এবার এইচএসসি-সমমান পরীার ফলাফল প্রকাশে
করোনা পরিস্থিতির কারণে এবার ইতিহাসের প্রথম শতভাগ পরীার্থী পাস করেছেন।
গতবার এই বোর্ডে পাশের হার ছিল ৭৭ দশমিক ৭৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল দুই
হাজার ৩৭৫ জন। আর এই বছর জিপিএ-৫ বেড়ে ৯ হাজার ৩৬৪ জন।
তবে এবার অটোপাস
হওয়ায় জিপিএ-৫ প্রায় ৭গুণ বেড়ে ৯ হাজার ৩৬৪ এ দাঁড়িয়েছে। জিপিএ-৫
প্রাপ্তিতে ছেলেদের চাইতে এগিয়ে রয়েছেন মেয়েরা। ৯ হাজার ৩৬৪ জনের জিপিএ-৫
এর মধ্যে ৫ হাজার ৩৮৬ জন ছাত্রী এবং ৩ হাজার ৯৭৮ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন।
এই বোর্ডে গতবার এইচএসসি পরীায় মোট জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ৩৭৫ জন
শিক্ষার্থী।
শনিবার (৩০ জানুয়ারি) ফলাফল ঘোষণার পর কুমিল্লা মাধ্যমিক ও
উচ্চমাধ্যমিক শিা বোর্ডের পরীা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এই তথ্য
নিশ্চিত করেন।
তিনি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের
এইচএসসি ও সমমানের পরীা বাতিল করা হয়। এসব শিার্থীর জুনিয়র স্কুল
সার্টিফিকেট (জেএসসি) ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা
হয়েছে। এবার কুমিল্লা বোর্ডের অধীনে ৬টি জেলার ৩৯৫টি প্রতিষ্ঠানের
শিার্থীরাই শতভাগ পাস করেছে। ২০১৯ সালে এ শিা বোর্ডে পাসের হার ছিল ৭৭.৭৪।
এর আগে ২০০৮ সালে পাশের শতকরা পাসের হার ছিল ৭৭.৩৩ শতাশ।