Published : Sunday, 31 January, 2021 at 12:00 AM, Update: 31.01.2021 1:34:51 AM
কুমিল্লা
সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আ ক ম
বাহাউদ্দিন বাহার বলেছেন, মাদকের বিরুদ্ধে ফুটবল, মাদকের বিরুদ্ধে ক্রিকেট।
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে চলবে খেলাধুলা। গতবছর কুমিল্লা স্টেডিয়ামে
কাউন্সিলর কাপ ক্রিকেটে আমরা গ্যালারিতে অগণিত দর্শক পেয়েছি, এবার বিপিএল
ফুটবলে গ্যালারি ভরা দর্শক। কুমিল্লার মানুষ তো খেলাধুলা ভালোবাসে। তাই
মাদকের বিরুদ্ধে ফুটবল-ক্রিকেট এই শ্লোগানকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে
হবে- আমি মাদকমুক্ত কুমিল্লাকে সাজাতে চাই।
এমপি বাহার গতকাল কুমিল্লার
দক্ষিণ চর্থায় মরহুম নূরে আলম স্মৃতি শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টে
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে এসব কথা বলেন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের
সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি
এমপি বাহার আরো বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে অভিভাবকদের সবচেয়ে বেশি সচেতন
হতে হবে। খেয়াল রাখতে হবে- সন্তানরা কখন কি করছে এসব খেয়াল রাখার সবচেয়ে বড়
দায়িত্ব অভিভাবকদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন
মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি
আরফানুল হক রিফাত। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর
আওয়ামীলীগ নেতা মোঃ হাসান খসরু, গিয়াস উদ্দিন কাউসার, মহানগর যুবলীগের
আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর আওয়ামী লীগ নেতা কাইয়ুম খান
বাবুল, এমপি হাজী বাহারের কন্যা আজিজা বাহারসহ অন্যান্যরা।
১৩ নং ওয়ার্ড
যুবলীগ নেতা মোহাম্মদ মাহবুব আলমের উদ্যোগে অনুষ্ঠানে এমপি বাহারকে ফুল ও
নৌকার স্মারক দিয়ে সম্মাননা জানান অতিথিরা। আলোচনা সভা শেষে প্রধান অতিথি
সংসদ সদস্য আলহাজ্ আ ক ম বাহাউদ্দিন বাহারসহ অতিথিরা টুর্নামেন্ট
চ্যাম্পিয়ন চর্থা বয়েজ কাব ও রানার আপ আইডিয়াল কাব চর্থার ক্রিকেটারদের
হাতে ট্রফি তুলে দেন।
আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।