ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় করোনার ভ্যাকসিন আসার পরই শুরু হয়েছে ভ্যাকসিন প্রদান প্রশিক্ষণ
Published : Sunday, 31 January, 2021 at 5:53 PM
কুমিল্লায় করোনার ভ্যাকসিন আসার পরই শুরু হয়েছে ভ্যাকসিন প্রদান প্রশিক্ষণকুমিল্লায় করোনার ভ্যাকসিন আসার পর পরই শুরু হয়েছে ভ্যাকসিন প্রদান প্রশিক্ষণ। আজ দুপুরে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ৩৫জন স্বাস্থ্য কর্মকর্তাকে ভ্যাকসিন প্রদানের প্রশিক্ষণ শুরু করা হয়েছে। ৭দিন ব্যাপি এই প্রশিক্ষণে করোনার ভ্যাকসিন  সংরক্ষণ ও ইচ্ছুকদের ভ্যাকসিন প্রদান করার জন্য যেসব নিয়মাবলী মানতে হবে তা জানানো হচ্ছে।
এর আগে সকালে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের  ইপিআই স্টোরেজে ভ্যাকসিন এসে পৌছায়। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ২ লাখ ৮৮ হাজার ডোজ ভ্যাকসিন গ্রহন করেন জেলা সিভিল সার্জন নিয়াতুজ্জামান।