ইসরায়েল হামলার আশঙ্কায় সারা বিশ্বে নিজেদের সব দূতাবাসে নিরাপত্তা জোরদার করেছে। শুক্রবার ভারতের নয়া দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনার পর এ আশঙ্কা বেড়েছে। পার্সটুডের খবরে এ তথ্য নিশ্চিত করেছে ।
ইসরায়েলের চ্যানেল-টুয়েলভ জানিয়েছে, ইসরায়েল আশঙ্কা করছে বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাসগুলোতে হামলা হতে পারে। নয়া দিল্লিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের পর থেকেই এ আশঙ্কা বেড়েছে বলে জানায়। তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর ইসরায়েলি দূতাবাসের কাছে পাঠানো একটি বার্তাও পাওয়া গেছে।
জানা গেছে, নয়া দিল্লিতে দূতাবাসের কাছে ঐ বিস্ফোরণে কেউ হতাহত না হলেও তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দিল্লির শান্তি নষ্ট করার যেকোনো প্রয়াস কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে তিনি জানিয়েছেন।