দেবীদ্বার উপজেলার বেসামরিক গেজেটভূক্ত ৫২৩ জন বীর মুক্তিযোদ্ধার (যারা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেছেন) তালিকার যাচাই- বাছাইয়ের দ্বিতীয় দিনে, উপজেলা পরিষদ হল রোমে রোববার সকাল ১০টা (৩১ জানুয়ারী) থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৯১ জনের যাচাই- বাছাই সম্পন্ন হয়েছে। এর আগে শনিবার সকাল ১০টা (৩০ জানুয়ারী) থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০৬ জনের যাচাই- বাছাই সম্পন্ন হয়েছে।
মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, পুন: যাচাইয়ে জামুকা কর্তৃক প্রেরিত তালিকা বিধি মোতাবেক আমার যাচাই- বাছাই করছি। এখানে আমি শুধু সাচিবিক দায়িত্ব পালন করছি আর মুক্তিযোদ্ধা নেতারা যাচাই- বাছাই করছেন। জামুকার প্রেরিত এ তালিকায় ভারতীয় এবং লাল বইয়ের তালিকায় থাকা অধিকাংশই ভুলবসত অধিকাংশই এসেছে। লাল বই এবং ভারথী তালিকার বাহিরে ৫২৩জনের মধ্যে ২৫১- ২৫৩জন হতে পারে।
আজ নদীর পূর্বপাড়ের বড়শালঘর, ইউছুফপুর, রসুলপুর, সুবিল, ফতেহাবাদ ইউনিয়ন সহ ৫ ইউনিয়ন এবং দেবীদ্বার পৌরসভার যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। আগামীকাল সোমবার বাকী গুনাইঘর (উত্তর), গুনাইঘর (দক্ষিণ), এলাহাবাদ, ধামতি, রাজামেহার, সুলতানপুর, জাফরগঞ্জ, বরকামতা, মোহনপুর, ভানী সহ ১০ ইউনিয়নর যাচাই বাছাই সম্পন্ন করার চেষ্টা করা হবে। তবে প্রথম দিন প্রাপ্ত তালিকা থেকে ইউনিয়ন ভাগ না করে গণহারে সমগ্র উপজেলার যাচাই-বাছাই করা হয়েছিল। যদিও আমাদের যাচাই- বাছায়ের প্রক্রিয়ায় কিছুটা ঘাটতি ছিল, অনেক বয়স্ক ও অসুস্থ্য মুক্তিযোদ্ধার জন্য সমস্যা হয়েছে। ওনারা না এসেও স্বজনদের মাধ্যমে কাগজপত্র পাঠালেই হত।