ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এএফসি কাপে কিংসের প্রথম প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব
Published : Sunday, 31 January, 2021 at 8:15 PM
এএফসি কাপে কিংসের প্রথম প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে ৫-১ গোলে বিধ্বস্ত করে এএফসি কাপে অভিষেক হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। সেই মালদ্বীপের ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়েই কিংসের শুরু হবে আরেকটি এএফসি কাপ মিশন।

তবে এবার টিসি স্পোর্টস নয়, কিংসের খেলা মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে।

বসুন্ধরা কিংস এএফসি কাপের ‘ডি’ গ্রুপে কাদের বিপক্ষে খেলবে সেটা আগেই নির্ধারিত হয়েছিল। বাকি ছিল তাদের খেলা শুরুর দিনক্ষণ। এখন সেটাও চূড়ান্ত।

আগামী ১৪ মে মাজিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি কাপ শুরু করবে বসুন্ধরা কিংস। পরে ১৭ মে দ্বিতীয় ম্যাচ কিংসের। তবে প্রতিপক্ষ অজানা। প্লে-অফ পর্ব টপকিয়ে উঠে আসা দলটি হবে কিংসের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ।

শেষ ম্যাচ ২০ মে হবে মোহনবাগানের বিপক্ষে। এ ম্যাচটি হয়ে উঠবে বাংলাদেশ ও ভারতের ফুটবল লড়াই। ভারতের ক্লাবটির বিপক্ষে ম্যাচ ঘিরেই যত আগ্রহ দুই বাংলার ফুটবলপ্রেমীদের।

প্লে-অফ ম্যাচ দিয়ে এএফসি কাপ মাঠে গড়াবে ৭ এপ্রিল। আবাহনী খেলবে এই প্লে-অফ পর্বে। দুটি ম্যাচ জিতলে আবাহনী খেলবে কিংসের গ্রুপ ‘ডি’ তে।

১৪ এপ্রিল আবাহনীর প্রথম ম্যাচ। প্রতিপক্ষ কে তা জানতে অপেক্ষা করতে হবে ৭ এপ্রিল পর্যন্ত। ঐ দিন মালদ্বীপের ঈগলস ও ভুটানের থিম্পু সিটি ম্যাচ খেলবে। জয়ী দলটি পড়বে আবাহনীর সামনে।

জিতলে আবাহনী ২১ এপ্রিল খেলবে নেপাল আর্মি ক্লাব, শ্রীলংকা পুলিশ ও ভারতের ব্যাঙ্গালুরু এফসির মধ্যে যেকোনো একটি ক্লাবের বিপক্ষে।