ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কলেজ উপাধ্যক্ষের নামে ১০০০ কোটি টাকার মানহানি মামলা
Published : Monday, 1 February, 2021 at 12:00 AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয়প্রতিপন্ন করে মন্তব্য করার অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট সরকারি আরসি কলেজের উপাধ্যক্ষ সহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে এক হাজার কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া বাদী হয়ে রোববার (৩১ জানুয়ারি) দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা সুমির আদালতে মামলাটি করেন।
জিল্লুর রহমানের পক্ষে আইনজীবী মুনসুর আহমেদ জানান, বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা সুমি মামলাটি গ্রহণ করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো আদেশ দেননি। আদেশ পরে দেয়া হবে।
মামলার আরজিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেন আমুর পক্ষে একই এলাকার আকন বাড়ির সামনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তব্য রাখেন পাতারহাট সরকারি আরসি কলেজের উপাধ্যক্ষ সহিদুল ইসলাম। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে আওলাদ হোসেন আমুকে মনোনীত করেছেন। তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে হবে।’
একপর্যায়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার ঊর্ধ্বে পংকজ নাথ। তার ক্ষমতার বিস্তৃতি অনেক দূর। পংকজ নাথের মনোনয়ন শেখ হাসিনার হাতে নয় এবং আওয়ামী লীগ ক্ষমতায় যাবে কি যাবে না, তা পংকজ নাথের সঙ্গে জড়িত। পংকজ নাথকে মনোনয়ন না দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। তাই তার মনোনীত কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেন আমুকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।’
মামলার আরজিতে আরও বলা হয়, সহিদুল ইসলাম তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণের কাছে হেয়প্রতিপন্ন করেছেন। বাদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার এ বক্তব্যের ভিডিও দেখেছেন এবং পত্রিকায় পড়েছেন। এতে তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন। এ কারণে তিনি সরকারি আরসি কলেজের উপাধ্যক্ষ সহিদুল ইসলামের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা করেছেন।