সেনা অভ্যুত্থানের পর এক বছরের জন্য মিয়ানমারে জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট উ মিন্ট সুয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন।
১ ফেব্রুয়ারি ভোরে আটক হয়েছে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট ও এনএলডির শীর্ষ নেতারা। দেশটিতে বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের টেলিফোন ও ইন্টারনেট সেবা। মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহরগুলোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।
২০২০ সালের নভেম্বরে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করে এনএলডি। তবে শুরু থেকেই ভোট কারচুপির অভিযোগ করে আসছে সেনাবাহিনী। সোমবার নবনির্বাচিত সরকারের প্রথম সংসদে বৈঠক বসার কথা থাকলেও সেনাবহিনীর পক্ষ থেকে বৈঠক বাতিলের আহ্বান করা হয়েছিল।