ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রায় সোয়া ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
Published : Monday, 1 February, 2021 at 1:04 PM
 প্রায় সোয়া ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিকপাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে টানা সোয়া ৬ ঘণ্টা ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘন কুয়াশার কারণে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল ওই কর্মকর্তা। তিনি বলেন, রবিবার মধ্যরাত থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে ভোর ৪টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সকাল সোয়া ১০টার দিকে কুয়াশা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা মিলে সহস্রাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে।