দেবীদ্বার উপজেলার বেসামরিক গেজেটভূক্ত ৫২৩ জন বীর মুক্তিযোদ্ধার (যারা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেছেন) তালিকার যাচাই- বাছাইয়ের তৃতীয় দিনে, উপজেলা পরিষদ হল রোমে রোববার সকাল ১০টা (০১ জানুয়ারী) থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৮৭ জনের যাচাই- বাছাই সম্পন্ন হয়েছে। এর আগে গত শনিবার ১০৬ জন ও রোবার ৯১ জনের যাচাই- বাছাই সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত তিনদিনে মোট ২৮৪ জনের যাচাই- বাছাই সম্পন্ন হয়েছে।
মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান’র প্রতিনিধি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবু তাহের জানান, ইতিমধ্যে জামুকার প্রেরিত ৫২৩ জনের তালিকায় ভারতীয় এবং লাল বইয়ে উল্লেখিত ১৮৩ জনকে সঠিক বলে যাচাই- বাছাই তালিকার বাহিরে রাখা হয়েছে। বাকী ৩৪০ জনের মধ্যে ২৮৪ জনের যাচাই- বাছাই সম্পন্ন হয়েছে। বাকী ৫৬ জনের আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে যাচাই- বাছাই করা হবে।