ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশের দুর্বলতা খুঁজছে উইন্ডিজ
Published : Wednesday, 3 February, 2021 at 12:00 AM
প্রায় এক বছর ধরে টেস্ট ক্রিকেট খেলেনি বাংলাদেশ। তাই টেস্ট ক্রিকেটে থেকে দূরে থাকায় অনভ্যস্ততার একটা ব্যাপার সৃষ্টি হয়েছে।বাংলাদেশের টেস্ট না খেলার ঘাটতিকে পুঁজি করে আগামীকাল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ। গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপে নিজেদের শেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। এরপর শুরু হয় করোনা বিরতি।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটে বাংলাদেশের। সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে উইন্ডিজ। তবে বড় ফরম্যাট ক্রিকেটের চ্যালেঞ্জিং হবে। কারণ এখানে টানা পাঁচদিন লড়তে হবে।ফলে এক বছর পর দীর্ঘ সময়ের জন্য ব্যাটিং-বোলিং চ্যালেঞ্জিং হবে বলে মেনেও নিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেছেন, ব্যাটসম্যান-বোলার সবার জন্যই এটা চ্যালেঞ্জিং হবে।
তবে এক বছর টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকার কারণে বাংলাদেশ কোনো দুর্বলতা দেখাবে বলে আশাবাদী নন ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স। তবে বাংলাদেশ যদি নিজেদের মেলে ধরতে না পারে তবে সেই সুযোগ নিতে চায় তার দল। তিনি বলেন, 'আমি মনে করি, টেস্টের প্রথম দিকে কিছুটা সমস্যায় পড়তে পারে বাংলাদেশ। এক বছর ধরে টেস্ট খেলেনি তারা। তাই ফেরার পর প্রথম দিকে তাদের কিছুটা সমস্যা হতে পারে। আমি নিশ্চিত দ্রুতই এটি কাটিয়ে উঠতে পারবে তারা। তামিম-সাকিবের মত খেলোয়াড় থাকায় তারা অভিজ্ঞ দল। তবে তাদের সমস্যা যদি বেশিণ স্থায়ী না হয়, তবে আমাদের সুযোগটি হারাতে হবে।'