চূড়ান্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালিস্ট
Published : Wednesday, 3 February, 2021 at 12:00 AM
মার্চে
তিনটি টেস্ট খেলতে এই মাসের শেষ দিকে দণি আফ্রিকায় যাওয়ার কথা ছিল
অস্ট্রেলিয়ার। করোনাভাইরাস মহামারির কারণে এই সফর মঙ্গলবার স্থগিত করেছে
দেশটির ক্রিকেট বোর্ড সিএ। আর এতে সবচেয়ে বেশি লাভবান নিউ জিল্যান্ড। প্রথম
দল হিসেবে আগামী জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার টিকিট
পেয়ে গেছে কিউইরা। তাদের প্রতিপ হওয়ার দৌড়ে এবার লড়াইটা হবে ভারত,
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের
পয়েন্ট টেবিলে নিউ জিল্যান্ড (৭০ শতাংশ পয়েন্ট) এখন দুই নম্বরে,
টুর্নামেন্টে তাদের সবগুলো লিগ ম্যাচ খেলে ফেলেছে তারা। অস্ট্রেলিয়ায়
বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে সংগৃহীত পয়েন্টের নিরিখে ৭১.৭ শতাংশ নিয়ে
শীর্ষে আছে ভারত।
ঘরের মাঠে সিরিজটি হেরে ৬৯.২ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে
নেমে গেছে অস্ট্রেলিয়া। ৬৮.৭ শতাংশ পয়েন্ট পেয়ে ইংল্যান্ড তাদের পরে।
শ্রীলঙ্কায় ২-০ তে সিরিজ জিতেছিল জো রুটের দল। তিন দলেরই সুযোগ আছে ফাইনালে
ওঠার। আর তা পুরোপুরি নির্ভর করছে ভারত ও ইংল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজের
ফলের ওপর।