বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা সম্পর্কে অভিযোগ দাখিল ১৫ মার্চের মধ্যে
Published : Wednesday, 3 February, 2021 at 12:00 AM
বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা আগামী ১৫ ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে। একইসঙ্গে প্রকাশিত তালিকা সম্পর্কে কারও কোনও অভিযোগ থাকলে বা কোনও সংশোধনী থাকলে তা আগামী ১৫ মার্চের মধ্যে জানাতে হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ মার্চ। এসব তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
মন্ত্রী মোজাম্মেল হক বলেন, খসড়া তালিকার ভুল সংশোধন বা আপত্তি জানানোর জন্য আমরা পুরো এক মাস সময় দিচ্ছি। এরপর আর কোনও সময় দেওয়া হবে না। কারও কোনও আপত্তি বা বিভিন্ন প্রকার ভুল ভ্রান্তি থাকলে এই সময়ের মধ্যেই তা সংশোধনের সুযোগ পাবেন।
তিনি বলেন, উপজেলা পর্যায়ে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এর প্রতিবেদন হাতে পেলেই সরকার খসড়া তালিকা প্রকাশ করবে। আশা করা হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা সম্ভব হবে। তিনি আরও জানিয়েছেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২’ এর ধারা ৭(ঝ) ব্যত্যয় ঘটিয়ে জামুকার সুপারিশ ছাড়া যাদের নাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে বেসামরিক গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের মধ্য থেকে ৩৯ হাজার ৯৬১ জন মুক্তিযোদ্ধার তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মোজাম্মেল হক বলেন, ‘আশা করছি সব ক্যাটাগরির মুক্তিযোদ্ধা মিলিয়ে ২ লাখের নিচেই থাকবে।’