তাপমাত্রা বাড়লেও শৈত্যপ্রবাহ অব্যাহত
Published : Wednesday, 3 February, 2021 at 12:00 AM
চলতি শীত মৌসুমের সর্বনি¤œ তাপমাত্রা বইতে শুরু করেছে গত দুদিন ধরে। প্রায় সারা দেশের ওপর দিয়েই তীব্র শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) তাপমাত্রা অল্প কিছুটা বেড়েছে। আগামীকাল আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৪, যা গতকাল ছিল শ্রীমঙ্গলে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ তাপমাত্রা ১১ দশমিক ৭, যা গতকাল ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এটা চলতি বছরের মধ্যে ঢাকার সর্বনি¤œ তাপমাত্রা। এছাড়া ময়মনসিংহে আজ ১০, গতকাল যা ছিল ৮ দশমিক ৫, চট্টগ্রামে আজ ১১ দশমিক ২, গতকাল যা ছিল ১১ দশমিক ৫, সিলেটে আজ ১১, গতকাল যা ছিল ১০ দশমিক ৩, রাজশাহীতে আজ ৬ দশমিক ৯, গতকাল যা ছিল ৬ দশমিক ৪, রংপুরে আজ ৯, গতকাল যা ছিল ৭, খুলনায় আজ ১০ দশমিক ৫, গতকাল যা ছিল ৯ এবং বরিশালে আজ ৮, গতকাল যা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ দেশের বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সীতাকু-, রাঙামাটি, কুমিল্লা, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামীকাল কিছু এলাকায় কমতে পারে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, তাপমাত্রা আগের দুদিনের তুলনায় ১/২ ডিগ্রি বেড়েছে। এটি আগামীকাল আরও কিছুটা বাড়তে পারে। সপ্তাহ শেষে তাপমাত্রা আরও কিছুটা বেড়ে শীত বিদায় নিতে শুরু করতে পারে। তিনি জানান, এই তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থেকে আমরা ফাল্গুন মাসে গিয়ে পড়বো।
আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অন্যদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।