কুমিল্লায় ১৬৪ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
তানভীর দিপু:
Published : Friday, 5 February, 2021 at 4:51 PM
কুমিল্লায় পৃথক অভিযানে ১৬৪ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ ভোররাত থেকে দুপুর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান গাঁজা আটক করা হয়। অভিযানে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও আটক করে র্যাব।
র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগাজী বাজার বিশ্বরোড, কোতয়ালী
মডেল থানার আমতলী, পূর্ব
চাণপুর এবং বুড়িচং থানার ভরাসার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বুড়িচং থানার ভরাসার এলাকায় আটক মোঃ শাকিল(২৮) এর বাড়ি থেকেই ১২০ কেজি গাঁজা আটক হয়। আটক অন্য মাদক ব্যবসায়িরা হলো- চৌদ্দগ্রাম থানার বদরপুর গ্রামের রফিক মিয়ার ছেলে ইমন মিয়া(১৯), কোতয়ালি
থানার পূর্ব চাঁনপুরের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ গিয়াস উদ্দিন(৩৪)।
র্যাব জানায়, আটক মাদক ব্যবসায়িরা দীর্ঘদিন কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা পাচারের কাজ করে আসছিলো। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনী প্রক্রিয়া চলমান আছে।