Published : Friday, 5 February, 2021 at 12:00 AM, Update: 05.02.2021 12:58:44 AM
নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লায় আরোহীকে জিম্মি করে মোটরসাইকেল ও তার সাথে থাকা
ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় অভিযুক্ত দুই
যুবককে গ্রেফতার করছে পুলিশ। কুমিল্লার সদর দণি উপজেলার মোস্তফাপুর এলাকায়
ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। বুধবার রাতে ফেনী শহরের মহিপাল ও মিজান রোড মারুফুল
ইসলাম (২২) ও ইসমাইল হোসেনকে (২১) গ্রেফতার করে পুলিশ। এসময় লুণ্ঠিত হওয়া
মালামাল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
মারুফুল ইসলাম ফেনী সদর উপজেলার
মধূইয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মো. ইসমাইল হোসেন উপজেলার
পাঁচগাছিয়া গ্রামের খোরশেদ আলম সবুজের ছেলে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি)
সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কে এক সংবাদ সম্মেলনে
অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি এই তথ্য জানান।
তিনি
জানান, গত বছরের ২৭ নভেম্বর মো. ফাহাদ হোসেন নামের এক ব্যক্তি কক্সবাজার
থেকে মোটরসাইকেল করে ঢাকা যাওয়ার পথে একটি মাইক্রোবাস তার গতি রোধ করে।
ছিনকারীরা তাকে মারধর করে মোটরসাইকেল ও সাথে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়।
এ
ঘটনায় সদর দণি থানায় মো. ফাহাদ হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলাটি ডিবি
পুলিশের কাছে ন্যাস্ত হলে জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ পরিদর্শক মো.সাজ্জাদ
হোসেন আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আটক করেন বলেও জানান
তিনি।