ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চিড়িয়াখানার খাচা থেকে পালালো মেছো বাঘ
Published : Thursday, 4 February, 2021 at 12:00 AM, Update: 04.02.2021 1:20:21 AM
চিড়িয়াখানার খাচা থেকে পালালো মেছো বাঘমাসুদ আলম।। কুমিল্লা চিড়িয়াখানায় বন্দি রাখা মেছো বাঘ খাচা থেকে পালিয়েছে। মৃত সিংহের পরিত্যক্ত খাচায় মেছো বাঘটিকে বন্দি রাখা হয়েছিলো। নদী পথে একটি বালুবাহী জাহাজে লুকিয়ে সিলেট থেকে কুমিল্লার মেঘনায় আসে পালিয়ে যাওয়া ওই মেছো বাঘটি। এরপর মেঘনা উপজেলার গ্রামবাসী বাঘটিকে আটক করে। স্থানীয় উপজেলা প্রশাসন বাঘটিকে উদ্ধার করে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে। কুমিল্লা জেলা প্রশাসক অপরিচ্ছন্ন পরিবেশ, ময়লা ও পচা পানির দূর্গন্ধে রুগ্ন কুমিল্লার চিড়িয়াখানার একটি খাচায় কর্তৃপক্ষের মাধ্যমে বন্দি করে।
কুমিল্লা চিড়িয়াখানার দায়িত্বরত কর্মীদের সূত্রে জানা যায়, মোছো বাঘটি উদ্ধারের একদিন পর (২৬ ডিসেম্বর) রাতে বন্দি রাখার পর ওই রাতেই খাচার একটি ভাঙ্গা অংশ দিয়ে মেছো বাঘটি পালিয়ে যায়।
জানা যায়, গত (২৫ জানুয়ারি) সিলেট থেকে আসা একটি বালুবাহী জাহাজ মেঘনা নদীর তীর সংলগ্ন নলচর গ্রামে নোঙ্গর করে। বালুর জাহাজের ভিতরে লুকিয়ে আসা মেছো বাঘটি লাফিয়ে পড়ে গ্রামের কবরস্থানের দিকে পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় গ্রামবাসী দীর্ঘণ চেষ্টা চালিয়ে ওই মেছো বাঘটি আটক করে। পরে এটিকে মেঘনা উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়। মেঘনা উপজেলা প্রশাসন কুমিল্লা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে কুমিল্লা চিড়িয়াখানার কর্তৃপক্ষের মাধ্যমে বাঘটিকে চিড়িয়াখানার একটি খাচায় বন্দি রাখা হয়।
কুমিল্লা চিড়িয়াখানার ইজাদার ও তত্ত্বাবধায়ক মো. আনিছুর রহমান জানান, উদ্ধার হওয়া মেছো বাঘটি মারা যাওয়া সিংহের পুরাতন খাচায় রাখা হয়। রাত ৯টায় দিকে বন্দি রেখে সকালে গিয়ে আর বন্দি অবস্থায় পাওয়া যায়নি। ভাঙ্গা একটি অংশ দিয়ে ওই মেছো বাঘটি পালিয়ে যায়।
তিনি আরও জানান, কুমিল্লার এই চিড়িয়াখানার অধিকাংশ খাচা পশু-পাখি শূন্য। সংস্কার না করায় খাচাগুলো পরিত্যক্ত হয়ে পড়েছে। ভেঙ্গে গেছে একাধিক খাচা। অপরিচ্ছন্ন পরিবেশ, ময়লা ও পচা পানির দূর্গন্ধে রুগ্ন একটি চিড়িখানাটি সংস্কারে দায়িত্বরত প্রতিষ্ঠান জেলা পরিষদ কোন দৃষ্টি দিচ্ছে না।
খাচা থেকে বাঘ পালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের বলেন, বন্দি রাখা খাচা ভাঙ্গা হওয়ায় রাতে বাঘটি পালিয়ে গেছে। চিড়িখানার প্রত্যেকটি খাচা পরিত্যক্ত। পুরাতন ও পরিত্যক্ত খাচায় উদ্ধারকৃত বাঘটি বন্দি রেখে আমাদেরকে বিপদে ফেরেছে এখন।
কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল করিম বলেন, মেছো বাঘ বন্দি না করে যে কোন একটি বনে ছেড়ে দেয়াই উত্তম ছিল। কিন্ত এটিকে বন্দি করা হয়েছে। এখন পালিয়ে যাওয়ার পর মেছো বাঘটি জনরোষে পড়ে মারাও যেতে পারে।
এবিষয়ে কথা বলতে কুমিল্লা জেলা প্রশাসকের মোবাইলে একাধিক চেষ্টা করে না পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান, চিড়িয়াখানার খাচা থেকে মেছো বাঘ পালিয়ে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। বিষয়টি আমার জানা নেই।