Published : Thursday, 4 February, 2021 at 12:00 AM, Update: 04.02.2021 1:19:40 AM
ইসমাইল নয়ন ॥ গতবারে আলুর ভাল দাম পাওয়ায় এবারে আলুর চাষে ঝুকেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অনেক কৃষক। আবহাওয়া ভাল, শৈত্যপ্রবাহ না থাকায় এবং রোগ-বালাই কম হওয়ায় আলুর বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলন হওয়ায় কৃষকের চোখেমুখে হাসি ফুটলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে লোকসানের আশঙ্কায় রয়েছে কৃষকরা।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, গতবার ১২৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। চলতি মৌসুমে ব্রাহ্মণপাড়া উপজেলায় ১২৮ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এবারে আলুর উৎপাদন ল্যমাত্রা ২৫শ ৬০ মেট্রিক টন। বর্তমানে প্রতি হেক্টর জমিতে ২১ টন থেকে ২২ টন পর্যন্ত আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কৃষকরা তাদের জমিতে উচ্চ ফলনশীল এবং স্থানীয় বিভিন্ন জাতের আলু চাষ করেছেন।
উপজেলার অলুয়া গ্রামের আইনুল হক জানান, আলু চাষের শুরু থেকে উত্তোলন পর্যন্ত বিঘা প্রতি খরচ হয়েছে ২৫শ থেকে ৩ হাজার টাকা। যেসব কৃষক আগাম জাতের আলু চাষ করে প্রথমদিকেই বাজারে বিক্রি করেছে তারা লাভবান হয়েছে। তখন বাজারে আলুর দাম বেশি ছিল। কিন্তু দিন দিন আলুর দাম কমে যাচ্ছে। কারণ আলুর উৎপাদন এবার বেশি হয়েছে। এখন যারা আলু উঠিয়ে বিক্রি করছে সে সব আলু বিক্রি করলে খরচ উঠলেও কয়েকদিন পরে যারা আলু বাজারে বিক্রি করবে তারা লোকসানের মধ্যে পড়বে। তবে যারা কোল্ড স্টোরে রাখার জন্য আলু চাষ করেছে তাদের সমস্যা নেই।
মনোহরপুর গ্রামের আলু চাষি ফরিদুল ইসলাম জানান, সাত বিঘা জমিতে আলু চাষ করেছি। বাজারের যে অবস্থা আলুর দর নিয়ে চিন্তায় আছি। প্রতি কেজি আলু বর্তমানে বিক্রি মাত্র ১২ টাকা। এরপর প্রতিদিনই দর কমতে থাকলে, ভালো ফলন হয়েও খরচের টাকা ওঠবে না। বরং লোকসান হবে।
একই গ্রামের সুলতান মিয়া বলেন, বাম্পার ফলন হয়েছে। চার বিঘা জমিতে ডায়মন্ড জাতের আলু চাষ করেছি। বিঘা প্রতি ৬০-৭০ মন পর্যন্ত হতে পারে। জমি থেকে আলু তুলতে শ্রমিকদের মজুরি এবং উপজেলার বাইরের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় স্থানীয় মধ্যস্বত্ব ভোগীদের কাছে আলু বিক্রয় করতে হয় কম দামে। ফলে কৃষকের চেয়ে লাভবান হচ্ছে মধ্যস্বত্ব ভোগী আলু ব্যবসায়ীরা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবুল হাসান বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলায় চলিত মৌসুমে ১২৮ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে এবং ভাল ফলনও হয়েছে। রোগ-বালাই কম। আগাম আলুতে কৃষকরা ভাল দাম পেয়েছে। পরবর্তী সময়েও কৃষকরা আলুর দাম পাবে আশা করছি।