Published : Wednesday, 3 February, 2021 at 12:00 AM, Update: 03.02.2021 1:05:21 AM
চৌদ্দগ্রাম
প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনার ১৭ দিন অতিবাহিত হলেও
নিহত অজ্ঞাতনামা পুরুষ(৩২) ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বেওয়ারিশ হিসেবে
আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফন করা হয়েছে। জানা গেছে,
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের দৌলবাড়ি এলাকায় ঢাকামুখী লেনে
গত ১৭ জানুয়ারি ভোরে অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তিকে অজ্ঞাতনামা দ্রুতগতির গাড়ি
চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ
ফাঁড়ির এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি টিম মৃত দেহটি উদ্ধার
শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায়
হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাহমুদুন নবী বাদি হয়ে সড়ক পরিবহন আইন-২০১৮ সালের
৯৮/১০৫ ধারায় মামলা করেছে।
এ ব্যাপারে মঙ্গলবার মামলার তদন্তকারী
কর্মকর্তা এসআই খোকন মিয়া জানান, ‘পরিচয় না পেয়ে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে
মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফন করা হয়েছে। তারপরও আমরা লাশটির পরিচয়
জানার জন্য ছবিসহ বিভিন্ন থানায় তথ্য দিয়েছি’।