ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক
Published : Wednesday, 3 February, 2021 at 12:00 AM, Update: 03.02.2021 1:05:26 AM
মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুুতিকালে  দেশীয় তৈরী অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টায় পাটুয়াটুলি ব্রীজের দক্ষিণ পশ্চিম কোনের বালুর মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, সোমবার রাতে পাটুয়াটুলি ব্রীজ এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তখন পুলিশ আসার সংবাদে ডাকাতরা দৌড় দিলে জীবন বাজি রেখে সাড়াশি অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় বাকী অন্তত: ৫/৬ জন ডাকাত পালিয়ে যায়। আটককৃত ডাকাতরা হলেন, উপজেলার পাহাড়পুর (মুন্সি বাড়ির) গ্রামের মৃত ডা: নুরুজ্জামানের ছেলে হেদায়েত উল্লাহ প্রকাশ মনির (৩৬), বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর (স্্ুইচ গেইট) গ্রামের আব্দুল্লাহর ছেলে ফরহাদ হোসেন (২৮), কোতয়ালী থানার নোয়াপাড়া (পাসপোর্ট অফিসের সামনে হিলকাটা পুলের সাথে) গ্রামের আবু রায়হানের ছেলে জীবন মিয়া (২১) ও ফেনীর সদর থানার দক্ষিণ বিরিঞ্চি (মৃত হাসমত আলী মজুমদারের বাড়ি) গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে জাহিদ হাসান (৩০)। ঘটনার সময় ডাকাতদের হেফাজতে থাকা ৩টি ছোড়া ও একটি শাবল ও একটি রডের লাঠি উদ্ধার করা হয়েছে।  
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ধৃত মনির, জীবন ও জাহিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক কুমিল্লার কেন্দ্রিয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।