ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে হত্যা মামলার পলাতক আসামি ৭ বছর পর কারাগারে
Published : Thursday, 4 February, 2021 at 12:00 AM, Update: 04.02.2021 1:20:00 AM
মুরাদনগরে হত্যা মামলার পলাতক আসামি ৭ বছর পর কারাগারেমো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মফিজুল ইসলামকে (৩৮) বুধবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে কুমিল্লার কেন্দ্রিয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মঙ্গলবার রাতে মুরাদনগর থানা পুলিশ তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করে। সে পাহাড়পুর গ্রামের ফজলু ওরফে কাচি মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালের নভেম্বর মাসে পাশের দেবিদ্বার উপজেলায় চালককে হত্যা করে তার অটোরিক্সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয় (যার নং ৩২২/১৩)। ওই মামলার পলাতক আসামী মফিজুল ইসলাম। পরে ওই মামলার তাকে আসামী করে চার্জশীট প্রদান করে। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারা জারি করলে সে দীর্ঘ ৭ বছর পুলিশের ধরা ছোয়ার বাইরে ছিল। মঙ্গলবার রাতে সে পাহাড়পুর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান ঘটনার সত্যতা শিকার করে দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলঅতক আসামী মফিজুল ইসলামকে ৭ বছর পর গ্রেফতার করা হয়েছে।