এ,বিএম
আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার উপজেলা পরিষদ’র উপ-নির্বাচনে চেয়ারম্যান
পদে ৬ জনের মনোনয়নপত্র জমা পড়েছে। বুধবার বিকেলে দেবীদ্বার উপজেলা নির্বাচন
কর্মকর্তা মো. আলতাফ হোসেন ওই বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা পরিষদ’র
উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলের আজ বুধবার (৩ ফেব্রুয়ারী)
শেষ দিন ছিল। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেন জানান,
আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ, জাকের পার্টির
মো. মজিবুর রহমান কালামিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. কাউছার হায়দার ও আব্দুল
হক খোকন সহ ৪ জন দেবীদ্বার নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
অপরদিকে কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক
নিয়ে প্রতিদ্বন্দ্বী এ,এফ,এম তারেক মূন্সী ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের
আব্দুল আউয়াল সরকার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ নিয়ে বুধবার বিকেল ৫টা
পর্যন্ত ৬জনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বিকেল ৩টায় আ’লীগ মনোনীত নৌকা
প্রতীকের প্রার্থী কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকা
গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কুমিল্লা মডেল কলেজ’র প্রতিষ্ঠাতা আবুল
কালাম আজাদ দলীয় নেতা কর্মীদের বিশাল এক বহর নিয়ে নির্বাচন কর্মকর্তা মো.
আলতাফ হোসেন’র নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল,
আব্দুল মতিন মূন্সী, সাধারন সম্পাদক রোশন আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ও
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির, কুমিল্লা
(উঃ) জেলা আ’লীগের উপদেষ্টা আবুল কাসেম চেয়ারম্যান, কুমিল্লা (উঃ) জেলা
আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সাজেদা আক্তার মায়া, আ’লীগ জেলা
কৃষি ও শ্রম বিষয়ক বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল চৌধূরী, সদস্য মো. আলমগীর
হোসেন, আ’লীগ দেবীদ্বার উপজেলা ভার-প্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল
মতিন সরকার, সাধারন সম্পাদক এ,কে,এম মনিরুজ্জামান বাষ্টার, যুগ্ম- সাধারন
মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, কুমিল্লা (উঃ) জেলা মহিলা আ’লীগ সভাপতি ও জেলা
পরিষদ সদস্য শিরিন সুলতানা, কুমিল্লা (উঃ) জেলা কৃষক লীগ’র যুগ্ম আহবায়ক
মো. সেলিম ভূইয়া, যুবলীগ দেবীদ্বার উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদ’র
ভার-প্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল কাসেম ওমানী, সাধারন সম্পাদক বাবুল হোসেন
রাজু, ছাত্র লীগ কুমিল্লা (ইঃ) জেলা সভাপতি আবু কাউছার অনিক, আ’লীগ নেতা
ছোটন খান, মজিবুর রহমান কমিশনার, সাবেক ছাত্র লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য
প্রভাষক সাইফুল ইসলাম শামিম, জেলা সেচ্ছা সেবক লীগ সদস্য সাদ্দাম হোসেন,
আ’লীগ, যুবলীগ, ছাত্র লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সেচ্ছা সেবক লীগ ও
বিভিন্ন গনসংগঠনের নেতা- কর্মী সহ প্রায় কয়েকশত সমর্থক উপস্থিত ছিলেন।
অপর
দিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি দেবীদ্বার উপজেলা
সহ-সভাপতি ও হংকং বিএনপি’র সাবেক সভাপতি এ,এফ,এম তারেক মূন্সী তার দলীয়
নেতা কর্মীদের সাথে নিয়ে কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয়ের নির্বাচন
কর্মকর্তা ও রিটানিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন’র নিকট নিকট মনোনয়ন
পত্র জমা দেন।
এ সময় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা
বিএনপি সাধারন সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আনোয়ার
হোসেন ভুলু পাঠান, যুগ্ম-সাধারন সম্পাদক কাজী মাসুদুর রহমান, সাংগঠনিক
সম্পাদক শাহাজ উদ্দিন সাজু, মঞ্জুরুল হক সরকার, উপজেলা নেতা সোদন ডিলার সহ
উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বছরের ৩
ডিসেম্বর দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীনের মৃত্যুতে
চেয়ারম্যান পদটি শূন্য হয়। একই সাথে তিনি উপজেলা আওয়ামী লীগেরও সভাপতিও
ছিলেন। গত ১৭ জানুয়ারী নির্বাচন কমিশনের উপ- সচিব মোঃ আতিয়ার রহমান স্বারিত
একটি প্রজ্ঞাপনের ভিত্তিতে ওই শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত
তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট
গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ ফেব্রুয়ারী, বাছাই ৪
ফেব্রুয়ারী ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারী এবং প্রতীক
বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারী।