ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তামিম ০ শান্ত ০
Published : Saturday, 6 February, 2021 at 12:00 AM
তামিম ইকবালের ওপেনিং সঙ্গী কে হবেন- চট্টগ্রাম টেস্ট শুরুর আগে বাংলাদেশের একাদশ নিয়ে এই প্রশ্নটা ঘুরপাক খেয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে সুযোগ হয় সাদমান ইসলামের। লম্বা সময় পর ক্রিকেটে ফিরে এই ওপেনার প্রথম ইনিংসে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন ফিফটি করে। কিন্তু তামিম? যার সঙ্গী ‘খোঁজা’ হচ্ছিল সেই তিনিই ব্যর্থতার চোরাবালিতে আটকে গেলেন!
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৯ রান করা তামিমের দ্বিতীয় ইনিংসে অবস্থা আরও খারাপ। এবার তো রানের খাতাই খোলা হয়নি বাঁহাতি ওপেনারের।
বাংলাদেশের নতুন ‘নাম্বার থ্রি’ স্থায়ী করার পরিকল্পনা। সে কারণেই ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানকে সরিয়ে তিন নম্বরে জায়গা করে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে। টেস্টেও এই ব্যাটসম্যানের ওপর আস্থা টিম ম্যানেজমেন্টের। তাই মুমিনুল হককে চারে নামিয়ে ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গা দেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটসম্যানকে।
কিন্তু ফল? প্রথম ইনিংসে ২৫ রান করে উইকেট বিলিয়ে আসার পর দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারলেন না শান্ত!
তামিম ও শান্ত দুজনই ‘ডাক’ মেরেছেন চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে। আর দুজনকেই প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন রাকিম কর্নওয়াল। দীর্ঘদেহী এই স্পিনারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফেরেন তামিম। ওই ওভারেই কর্নওয়াল স্লিপে জার্মেইন ব্ল্যাকউডের হাতে ক্যাচ বানান শান্তকে। মাত্র তিন বলের ব্যবধানে দুই ব্যাটসম্যানকে হারিয়ে চরম বিপদে পড়ে বাংলাদেশ। স্বাগতিকদের স্কোর তখন ২ ওভারে ২ উইকেটে ১ রান।
ওই জায়গা থেকে দলকে টেনে তোলার চেষ্টা শুরু অধিনায়ক মুমিনুল ও ওপেনার সাদমানের। তবে সাদমানের প্রতিরোধ বেশিক্ষণ টিকেনি। ৪২ বলে ৫ রান করে আউট হয়েছেন তরুণ ওপেনার।
তার বিদায়ের পর দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের স্কোর ছিল ১৪.১ ওভারে ৩ উইকেটে ৩৩। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৯ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ লিড পায় ১৭১ রানের।