ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় হারের পর টঙ্গীতে ড্র করলো মোহামেডান
Published : Saturday, 6 February, 2021 at 12:00 AM
হার আর ড্রয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না মোহামেডান। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর পর হার আর ড্রয়ে এগিয়ে চলছে এখনো ট্রফি জিততে না পারা সাদা-কালোরা।
শুক্রবার তারা ১-১ গোলে ড্র করেছে উত্তর বারিধারা কাবের বিরুদ্ধে। টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পিছিয়ে পড়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান।
পরপর দুটি ম্যাচ হোমভেন্যু কুমিল্লায় খেলেছে মোহামেডান। আবাহনীর বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর ১-৪ গোলের পরাজয় বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। কুমিল্লা থেকে টঙ্গী-ভেন্যু বদলালেও ভাগ্য বদলাচ্ছে না মোহামেডানের, ড্র করে আরো দুই পয়েন্ট হারালো তারা। এ নিয়ে সর্বশেষ ৫ ম্যাচে ১২ পয়েন্ট খোয়ালো দলটি।
টঙ্গীর স্টেডিয়াম উত্তর বারিধারা কাবের হোমভেন্যু। ঘরের মাঠে মোহামেডানের বিপক্ষে জয়ের সম্ভাবনাও তারা তৈরি করেছিল প্রথমে এগিয়ে গিয়ে। ১৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন উজবেকিস্তানের জেভগেনি কসেভ।
মোহামেডান প্রথমার্ধেই ম্যাচে ফেরে। তাদের গোলটিও পেনাল্টি থেকে। প্রথমার্ধে ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করেন মোহামেডানের মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে।
৬ ম্যাচে ৬ পয়েন্ট মোহামেডানের। টেবিলের ৮ নম্বরে সাদা-কালোরা। মোহামেডানকে আটকে দ্বিতীয় পয়েন্ট পেয়েছে উত্তর বারিধারা। টেবিলের ১১ নম্বরে ৫ ম্যাচ খেলা কাবটি।