Published : Saturday, 6 February, 2021 at 12:00 AM, Update: 06.02.2021 1:18:04 AM
আবুল কালাম আজাদ ||
কুমিল্লা
পলিটেকনিক ইনস্টিটিউটের নতুন অধ্যক্ষ হলেন প্রকৌশলী মো: রকিব উল্লাহ এবং
উপাধ্যক্ষ হলেন মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। মহামান্য রাষ্ট্রপতির
আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব
রহিমা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ৪ ফেব্রুয়ারি এ আদেশ
জারি করেন। যার স্মারক নং-৫৭.০০.০০০০.০৫১.১৯.০০১.১৯.৫০। এ আদেশের পূর্বে
তারা ২জনই ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে কর্মরত
ছিলেন।
জানা যায়, নবাগত অধ্যক্ষ প্রকৌশলী মো: রকিব উল্লাহর আগে কুমিল্লা
পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি অধিদপ্তরের বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং
উপাধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী কুমিল্লা পলিটেকনিক
ইনস্টিটিউটের ননটেক বিভাগের চিফ ইনস্ট্রাক্টরের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন কারিগরি অধিদপ্তরের উপপরিচালক নিযুক্ত হয়েছেন।