বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়াল ‘মানবতাই শক্তি সংগঠন’
Published : Sunday, 7 February, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
প্রথম বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়িয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ‘মানবতাই শক্তি সংগঠন নামে একটি সামাজিক ও মানবিক সংগঠন। শনিবার সকালে দেবিদ্বার উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয় মাঠে মানবতাই শক্তি সংগঠনের উদ্যোগে অসহায় দরিদ্র নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কবি, লেখক সংগীতজ্ঞ প্রাকৃতজ শামিমরুমি টিটন। এর আগে মানবতাই শক্তি সংগঠনের প্রথমবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। পাক্ষিক শিক্ষা সংবাদের সম্পাদক সিহাব উদ্দিন ভূইয়া সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মানবতাই শক্তি সংগঠনের সভাপতি আসাদুজ্জামান রাজিব।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ, ১৭৯ বার রক্তদাতা মে. জাভেদ নাসিম সরকার, ১০৮ বার রক্তদাতা সোহেল রানা, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। এসময় অন্যান্য মানবিক সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ‘মানবতাই শক্তি সংগঠন’ করোনকালীনসহ মানুষের বিপদ আপদে ছুটে গিয়ে যে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে তা সবার জন্য অনুকরণীয়। আমরা মনে করি, এ সংগঠনটি এভাবেই দরিদ্রপীড়িত মানুষের জন্য এগিয়ে যাবে।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান রাজিব জানান, আমরা সামাজিক জীব হিসেবে সমাজের জন্য, আশেপাশের মানুষদের জন্য সামান্য কিছু করার মাঝে তৃপ্তি খুজে পাওয়ার চেতনা নিয়ে এই সংগঠনটি গত বছরে যাত্রা শুরু করেছে। আমাদের সংগঠনের সদস্যরা বিশ্বাস করে ভোগে সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ এবং দান করার জন্য ধনী হবার প্রয়োজন নেই সুন্দর ইচ্ছাশক্তিই যথেষ্ট। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনটি সেবা ও মানবকল্যানমুখী কর্মকা-ে সবসময় সক্রিয় থাকবে মর্মে আমি আশা করি সংগঠনটি সুনির্দিষ্ট কতগুলো লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে। পরে প্রধান আলোচক প্রাকৃতজ শামিমরুমি টিটন অসহায় নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।