Published : Saturday, 6 February, 2021 at 12:00 AM, Update: 06.02.2021 1:19:02 AM
তানভীর দিপু ||
কুমিল্লায়
গত এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি এবং ওই এক সপ্তাহে জেলায়
করোনা পজেটিভ শনাক্ত হয়েছে মাত্র ১৯ জন। গত ৩০ জানুয়ারি থেকে ০৫
ফেব্রুয়ারি পর্যন্ত কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে
করোনা সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে এই স্বস্তির খবর জানা গেছে। এই
সুখবরের মধ্যেই আবার আগামীকাল রবিবার থেকে কুমিল্লায় শুরু হচ্ছে করোনার
ভ্যাকসিন প্রদান কার্যক্রম।
গতকাল শুক্রবার গোটা কুমিল্লা জেলায় করোনা
শনাক্ত হয় ৩ জনের, মারা যায়নি কেউ। আর ওই ৭ দিনের মধ্যে গত ৩০ জানুয়ারি
সর্বোচ্চ ৬ জন করোনা শনাক্তের ফল প্রকাশ করে সিভিল সার্জন অফিস। এর পরদিন
কেউ পজেটিভ শনাক্ত হয়নি। এর আগে সবশেষ গত ২৮ জানুয়ারি করোনায় ২ জনের
মৃত্যুর তথ্য পাওয়া যায়।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান
জানান, ‘এটা খুবই আশাব্যঞ্জক। আমরা কুমিল্লায় করোনা প্রতিরোধে যে সফল,
এটাই তার চিত্র। করোনা পরীক্ষার ফলাফল অনুযায়ী এই ফল প্রকাশ করা হচ্ছে।’
সিভিল
সার্জন কার্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত কুমিল্লা জেলায় মোট করোনা পজেটিভ
শনাক্ত হয়েছে ৯ হাজার ২৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৮ হাজার ৭০৫ জন। আর
জেলায় মোট মৃতের সংখ্যা ২৭৫।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সমন্বয়ক ডা.
নিসর্গ মেরাজ চৌধুরী জানান, ‘করোনার পজেটিভিটি রেট কুমিল্লায় বিস্ময়কর ভাবে
কমে এসেছে। সারা বাংল দেশেই সংক্রমণধারাটি দুর্বল হয়ে এসেছে। জ্বর-কাশি
একসাথে এমন উপসর্গ খুব একটা পাওয়া যাচ্ছে না। তাই বলে, অবহেলা করা যাবেনা।
টিকা প্রদাণ শুরু হলেও স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে এবং কঠোরভাবে মানতে
হবে। তবে করোনা পরীক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত ভাবে উৎসাহী হতে হবে,
কুমিল্লায় করোনা পরীক্ষাগার চালু আছে।’
আগামীকাল কুমিল্লায় জেলা উপজেলা
পর্যায়ে এক যোগে শুরু হচ্ছে ভ্যাকসিন প্রদান কার্যত্রম। ইতিমধ্যে সিভিল
সার্জন কার্যালয় থেকে ভ্যাকসিন প্রদান কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ করে
উপজেলা পর্যায়ে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ চলছে।
সিভিল সার্জন
কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিয়নে থাকবে একটি করে টিম। প্রতিটি
টিমে ২ জন টিকাদান কর্মী এবং ৪ জন স্বেচ্ছাসেবী থাকবে। এছাড়া কুমিল্লা
সিভিল সার্জন কাযালয়ে সদর হাসপাতালে করোনা ভ্যাকসিনের জন্য ইতিমধ্যে বুথ
তৈরীর কার্যক্রম শুরু হয়েছে। এখান থেকে ভ্যাকসিন প্রদান এবং ভ্যাকসিন
গ্রহীতাদের জন্য বিশ্রামকক্ষ স্থাপনেরও কাজ শুরু হয়েছে। উপজেলা পর্যায়ে
চাহিদার অর্ধেক ভ্যাকসিন ৭ তারিখ ভোরে পাঠানো হবে বলে জানা গেছে।
উল্লেখ্য,
কুমিল্লা জেলার জন্য প্রাথমিকভাবে ১ লাখ ৩৪ হাজার মানুষের ভ্যাকসিনের
চাহিদা দেয় জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ২ লাখ ৮৮ হাজার ডোজ ভ্যাকসিন
পায় কুমিল্লা, যা ১ লাখ ৪৪ হাজার মানুষকে দেয়া সম্ভব। এসব ভ্যাকসিন
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের স্টোরেজে ২৪ ঘন্টা পুলিশি পাহারায়
সংরক্ষিত আছে।