ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রাম দেড়কোটা বাজারে আগুনে ৭ দোকান পুড়ে ছাইক্ষতি ১৪ লক্ষাধিক টাকা
Published : Sunday, 7 February, 2021 at 12:00 AM
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ আগুনে ৭ দোকান পুড়ে গেছে। এতে মূল্যবান মালামাল পুড়ে যাওয়াসহ অন্তত ১৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারের ডুবাই মার্কেটে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে দেড়কোটা বাজারের ডুবাই মার্কেটের ৭টি দোকান পুড়ে যায়। আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে মার্কেটের সুমি টেইলার্সের ৬ লাখ টাকা, মায়ের দোয়া টি স্টোরের ১ লাখ ৫০ হাজার টাকা, ভূঁইয়া ইলেকট্রিকের ১ লাখ ৩০ হাজার টাকা, মোবাইল গ্যালারির ১ লাখ ৫০ হাজার টাকা, ইয়াসিন ফার্ণিচারের ২ লাখ ৫০ হাজার টাকা, স্টার ফার্মেসির ৫০ হাজার টাকা, রাসেল লাইব্রেরির ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী, উৎসুক জনতা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে এনে অন্যান্য দোকানগুলো রক্ষা করে। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম ও ইউপি মেম্বার মোঃ মাহফুজসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
করোনাকালিন সময়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।