চান্দিনা-লাকসামপৌরসভার নতুনপরিষদের শপথ
Published : Sunday, 7 February, 2021 at 12:00 AM
রণবীর
ঘোষ কিংকর: শপথ গ্রহণ করলেন কুমিল্লার চান্দিনা ও লাকসামন পৌরসভা
নির্বাচনে নব-নির্বাচিত পরিষদের মেয়র ও কাউন্সিলরবৃন্দ। শনিবার (৬
ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে তাদের
শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার একেএম আজাদ এনডিসি।
সকাল
সাড়ে ১১টায় চান্দিনা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. শওকত হোসেন ভূইয়াসহ ৩জন
সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৯জন সাধারণ কাউন্সিলর শপথ নেন। এর একঘন্টা পড়ে
দুপুর সাড়ে ১২টায় শপথ নেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়েরসহ
৩জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৯জন সাধারণ কাউন্সিলর।
আগামী ১৪
ফেব্রুয়ারী চান্দিনা পৌরসভার চলতি পরিষদের দায়িত্ব শেষ হলেও সেদিনই দায়িত্ব
গ্রহণ করবেন নুতন পরিষদ। অপরদিকে, লাকসাম পৌরসভার চলতি মেয়রই দ্বিতীয়বারের
মতো মেয়র নির্বাচিত হন। তারপরও কাউন্সিলরসহ নতুন পরিষদ ১৫ ফেব্রুয়ারী
দায়িত্ব গ্রহণ করবেন।
প্রসঙ্গত, পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ১৬
জানুয়ারী চান্দিনা পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএম ডিভাইসে গৃহীত
ভোটে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শওকত হোসেন ভূইয়া বিপুল ভোটে বিজয় লাভ
করেন। এছাড়া ৩জন নারী কাউন্সিলর প্রথমবারের মত সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর
পদে বিজয় লাভ করেন। ৯টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডে চলতি কাউন্সিলররা
নির্বাচিত হলেও ৪টি ওয়ার্ডে আসে নতুন মুখ।
অপরদিকে, পৌরসভা নির্বাচনের
তৃতীয় ধাপে কুমিল্লার ৩টি পৌরসভা গত ৩০ জানুয়ারী ভোট গ্রহণ হয়। কিন্তু
লাকসাম পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগের পুরো প্যানেল বিজয় লাভ
করায় তারা দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের পরিষদের সাথে শপথ গ্রহণ
করেন।