ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাতে সাত বসুন্ধরা
কুমিল্লা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদকে হারাল ৩-০ গোলে
তানভীর দিপু:
Published : Tuesday, 9 February, 2021 at 12:00 AM, Update: 09.02.2021 1:23:08 AM
সাতে সাত বসুন্ধরা একচেটিয়া প্রাধান্য বিস্তার করে বিপিএল ফুটবলের এবারের মৌসুমে টানা সপ্তম জয় পেয়েছে বসুন্ধরা কিংস। গতকাল নিজেদের ঘরের মাঠ কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অস্কার ব্রুজনের দল ৩-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। পয়েন্ট টেবিলের তলানির দল মুক্তিযোদ্ধাকে চাপে রেখেই ম্যাচ জিতে নিলো কিংসরা।  ব্রাজিলিয়ান রবিনিয়ো, আর্জেন্টাইন রাউল বেসেরা ও বাংলাদেশি তৌহিদুল আলম সবুজ একটি করে গোল করে দলকে এনে দিয়েছেন পূর্ণ ৩ পয়েন্ট। ৭ ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে বসুন্ধরা শীর্ষস্থান অুন্ন রেখেছে। বিপরীতে এক ম্যাচ কম খেলে মুক্তিযোদ্ধা টানা চতুর্থ হারে আগের ৩ পয়েন্টেই আছে। মুক্তিযোদ্ধার ফুটবলাররা পুরো খেলায় আক্রমণে যাবার চেয়ে আক্রমণ ঠেকানোতেই ব্যস্ত ছিলো মুক্তিযোদ্ধারা।
খেলার  ১০ মিনিটের সময় বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের কোনাকোনি শটে জাল কাঁপান ব্রাজিলিয়ান রবিনিয়ো। দ্বিতীয় গোল পেতে অবশ্য অপো করতে হয়েছে বসুন্ধরার। এই গোলের পেছনে অবদান রবিনিয়োরই। প্রথমার্ধের ইনজুরি সময়ে এই ফরোয়ার্ডের ব্যাক হিল থেকে বেসেরা প্লেসিং করে ব্যবধান করেন ২-০। বিরতির পরও বসুন্ধরা আক্রমণ অব্যাহত রাখে। ৭৪ মিনিটে তৃতীয় ও শেষ গোল করে মুক্তিযোদ্ধাকে আর ম্যাচে ফিরতে দেননি তপু বর্মনের বদলি হিসেবে নামা সবুজ।
বসুন্ধরা কিংসের চেয়ে দুই ম্যাচে কম খেলা শেখ জামাল ধানম-ি কাব ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আবাহনী লিমিটেড।
আগামীকাল একই মাঠে একই সময় মোহামেডানের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ কাব।  
উত্তর বারিধারার বিরুদ্ধে বসুন্ধরা কিংস ২-০ গোলে জিতে। গোল করেন আজেন্টাইন রাউল বেসেরা এবং বাংলাদেশী মোহাম্মদ ইব্রাহিম।
বাংলাদেশ পুলিশ কাবের বিরুদ্ধে কিংসরা জিতে  ২-১ গোলে। দুটি গোলই করেন ব্রাজিলিয়ান রবসন রবিনিয়ো।
ব্রাদার্স ইউনিয়নের সাথে টান টান উত্তেজনার ম্যাচে একমাত্র গোলে জয় পায় বসুন্ধরা। তা-ও আসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো পা থেকে।
রহমতগঞ্জ স্পোর্টিং কাবের বিরুদ্ধে ৩-০ গোলে বড় জয় পায় বসুন্ধরা কিংস। গোল আসে ব্রাজিলিয়ান রবিনিয়ো এবং বাংলাদেশি মাহমুদুল হাসান কিরন ও তৌহিদুল আলম সবুজের পা থেকে।
কুমিল্লা ডার্বি ম্যাচে মোহামেডানকে ৪-১ গোলে গুড়িয়ে দেয় বসুন্ধরা। আর্জেন্টাইন রাউল বেসেরা দু’ টি, দুই ব্রাজিলিয়ান রবিনহো ও ফার্নান্দেস একটি করে গোল করেন।
চট্টগ্রাম আবাহনীর সাথেও উত্তেজনাপূর্ন ম্যাচে জয় নিয়ে ফেরে বসুন্ধরা কিংস। বাংলাদেশি মাহবুবুর রহমান সুফিলের একমাত্র গোলেই জয় পায় কিংস।
সবশেষ ম্যাচে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকেও ৩-০ গোলে হেরে অপরাজিত রইলো কিংসরা। গোল করেন ব্রাজিলিয়ান রবিনিয়ো, আর্জেন্টাইন রাহুল বেসেরা এবং বাংলাদেশি তৌহিদুল আলম সবুজ।