ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভ্যাকসিন গ্রহীতা বাড়ছে কুমিল্লায়
দ্বিতীয় দিন করোনার টিকা নিলেন ১৭৩১ জন
Published : Tuesday, 9 February, 2021 at 12:00 AM, Update: 09.02.2021 1:16:19 AM
 ভ্যাকসিন গ্রহীতা বাড়ছে কুমিল্লায়মাসুদ আলম ||
কুমিল্লায় প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহীতার সংখ্যা বেড়েছে। প্রথম দিন রবিবার ১০৯১ জন টিকা গ্রহীতার চেয়ে দ্বিতীয় দিন গতকাল সোমবার ৭ শ’রও বেশি মানুষ টিকা নিয়েছেন। গতকাল সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান কুমিল্লার কাগজকে জানান, কুমিল্লায় করোনা ভ্যাকসিনেশন শুরু হওয়ার দ্বিতীয় দিনে জেলার ২৪টি কেন্দ্রে ১৭৩১ জন ব্যক্তি টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১২৩৫ জন এবং নারী ৪৯৬ জন।  এই নিয়ে গত দুই দিনে কুমিল্লায় মোট ২৮২২ জন করোনার ভ্যাকসিন নিলেন। এদের মধ্যে পুরুষ ২০১৯ জন আর নারী ৮০৩ জন।
এর আগে রবিবার সকালে জেলা সদর হাসপাতালে টিকা প্রদানের কার্যক্রম শুরুর পর কুমিল্লায় করোনাযুদ্ধের ফ্রন্টলাইনারদের মধ্য থেকে যে ১ হাজার ৯১ জন টিকা নিয়েছিলন, তার মধ্যে পুরুষ ৭৮৪ জন এবং নারী ৩০৭ জন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফ্রন্টলাইনারদের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্নকারীদের মধ্যে সকালে কুমিল্লা সদর হাসপাতালে জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরকে সস্ত্রীক টিকা দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।  এর পরের টিকাটি নেন জেলা পুলিশ সুপার ফারুক হোসেন।
সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, কুমিল্লার জন্য প্রাপ্ত ২ লাখ ৮৮ হাজার ডোজ টিকা ১ লাখ ৪৪ হাজার লোককে দুই ডোজের মাধ্যমে দেয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতে মানুষের মধ্যে টিকা নেয়ার প্রবণতা আরো বাড়বে। রেজিস্ট্রেশন করে যিনি আগে আসবেন, তিনিই আগে টিকা নিতে পারবেন। আমরা নানাভাবে মানুষকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করছি।