ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টেনেরিফে করোনার মধ্যেও প্রবাসীদের সেবা দিচ্ছে দূতাবাস
Published : Tuesday, 9 February, 2021 at 12:07 PM
 টেনেরিফে করোনার মধ্যেও প্রবাসীদের সেবা দিচ্ছে দূতাবাস করোনা মহামারির মধ্যেও সেবার মান ধরে রাখতে স্পেনের টেনেরিফ শহরে চলতি মাসে দুদিন সেবামূলক কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ দূতাবাস। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের নির্দেশে এ কার্যক্রম পরিচালিত হয়।

শনি ও রোববার (৬ ও ৭ ফেব্রুয়ারি) দুই ধাপে সকাল ১০টা থেকে ২টা এবং বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত টেনেরিফের আস সুন্নাহ মসজিদের হলরুমে এ কনস্যুলেট সেবা দেয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে টেনেরিফসহ আশপাশের আরও কয়েকটি এলাকার প্রবাসীরা এ সময় সেবা নিতে আসেন।

এ দুদিন স্পেনে সদ্যভূমিষ্ঠ শিশুদের পাসপোর্টের আবেদন,পাসপোর্ট নবায়ন, বাংলাদেশি বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিকদের ভিসার আবেদন গ্রহণসহ অন্যান্য সেবা দেয় দূতাবাস।

প্রবাসীদের সরাসরি সেবা দিয়েছেন মাদ্রিদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও রেজা শাহ পাহলভি। স্থানীয়ভাবে সহযোগিতা করেন টেনেরিফ বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ জাকির হোসেন, সাইদ আহমেদ, শাহজাহান রিংকু, সাগর আহমেদ, মঈন আহমেদ, জুয়েল টিপু প্রমুখ।

চলমান মহামারির মধ্যেও দূতাবাসের সেবা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টেনেরিফে বসবাসরত বাংলাদেশিরা। এদিকে, বছরে দুবার এ ধরনের সেবা দেয়ার আশ্বাস দিয়েছেন দূতাবাসের মিশন উপ-প্রধান এম হারুন আল রশিদ।

এ বিষয়ে স্পেনের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে আমরা সর্বোচ্চ আন্তরিক। স্বাস্থ্যবিধি মেনে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দূতাবাস সেবা চালু রয়েছে এবং আগামীতেও চলবে। এ সময় সব প্রবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।