আরেক অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে গেলো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে মিশরের ক্লাব আল আহলিকে। ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব টাইগ্রেস।
কাতারে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকে ছন্দে ছিল বায়ার্ন। অবশ্য শুরুর ১৫ মিনিট তাদের সামনে একাই বাধা হয়েছিলেন আল আহলি গোলকিপার মোহাম্মদ এল শেনওয়ে। এক মিনিট পর অবশ্য চলে আসে ব্রেক থ্রু। কিংসলে কোমানের রাইট উইং ক্রস শুটিং পজিশনে পেয়ে গিয়েছিলেন সার্জ জনাব্রি। কিন্তু কৌশলে তিনি বল কাট করে দেন গোলমুখের আরও কাছে থাকা লেভানদোভস্কির কাছে। পোলিশ ফরোয়ার্ড অবশ্য নিচু ড্রাইভে জালে বল পাঠাতে ভোলেননি।
আল আহলিও নিজেদের প্রথম সুযোগ পেয়েছিল তার পর। কিন্তু তাহের মোহাম্মদের হেড সরাসরি পৌঁছায় ম্যানুয়েল নয়্যারের হাতে। বিরতির আগে বায়ার্ন আবার গোলের সুযোগ পেলেও সেটি মেরে বসে লক্ষ্যের ওপর দিয়ে।
তার পরেও বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে বায়ার্ন। গোলের বেশ কিছু সুযোগ হাতছাড়া করার পর ৮৫ মিনিটে আরেকটি সুযোগ তৈরি করে দেন বদলি লেরয় সানে। ডানপ্রান্তের পোস্টের কাছ থেকে নেওয়া ক্রস বাতাসে ভাসিয়ে দেন বামপ্রান্তে থাকা লেভানদোভস্কির কাছে। পোস্টের কাছে থেকে হেড করে জালে বল পাঠিয়ে দেন বায়ার্ন প্রাণভোমরা। এই মৌসুমে যা তার ২৭ ম্যাচে ২৯তম গোল!
ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।