ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৭ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
Published : Tuesday, 9 February, 2021 at 4:55 PM
৭ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরুরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া আগামী ৭ মার্চ শুরু হচ্ছে। এবার পরীক্ষা হবে বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে উপাচার্য সাংবাদিকদের জানান, অতীতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হলেও এ বছর শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব শিক্ষার্থী ২০২০ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করেছেন শুধু তারাই এ বছর পরীক্ষায় অংশ নিতে পারবে।

তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটকে তিনটি আলাদা শিফটে ভাগ করে পরীক্ষা নেওয়া হবে। প্রতি শিফটে ১৫ হাজার করে পরীক্ষার্থী  অংশগ্রহণ করতে পারবে।

এছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম সাজানো হবে। প্রতিটি ইউনিটে ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী এবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

আবদুস সোবহান বলেন, আগামী ৭ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রাথমিক আবেদন চলবে। ২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চূড়ান্ত আবেদন চলবে। প্রাথমিক আবেদন ফি ৫০ টাকা এবং চূড়ান্ত আবেদন ফি ১০০০ টাকা। পরবর্তীতে ভর্তি কমিটি পরীক্ষার তারিখ  নির্ধারণ করবেন।