ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কারাগারে ‘কয়েদির পিটুনিতে’ কয়েদি নিহত
Published : Tuesday, 9 February, 2021 at 5:00 PM
কারাগারে ‘কয়েদির পিটুনিতে’ কয়েদি নিহতকিশোরগঞ্জ জেলা কারাগারে এক কয়েদির বিরুদ্ধে আরেক কয়েদিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই সময় আরেক বন্দি আহতও হয়েছেন।

মঙ্গলবার ভোর ৪টার দিকে কারাগারের ভেতর এই ঘটনা ঘটে বলে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ জানান।  

নিহত আব্দুল হাই (২৭) ধর্ষণ মামলার আসামি এবং কিশোরগঞ্জ সদরের শিমুলহাটি গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।

আহত জাহাঙ্গীরকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জেল সুপার বজলুর রশিদ জানান, ভোর ৪টার দিকে ধর্ষণ মামলার আসামি মো. সাইদু মিয়া সেলের শৌচাগারের দরজার কাঠ ভেঙে আব্দুল হাই ও জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করেন। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ঘটনায় আইজি প্রিজন ও জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও বজলুর রশিদ জানান।