ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নাঙ্গলকোটে মা-ভাবিকে খুন,ঘাতকের ফাঁসির দাবীতে মানববন্ধন
Published : Tuesday, 9 February, 2021 at 5:08 PM
নাঙ্গলকোটে মা-ভাবিকে খুন,ঘাতকের ফাঁসির দাবীতে মানববন্ধনকুমিল্লার নাঙ্গলকোট উপজেলার  আদ্রা  ইউনিয়নের পুজকরা গ্রামে মা,ও ভাবিকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় ঘাতক সাইদুল হক সাইফুল ওরফে সিকি’র ফাঁসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী।গতকাল মঙ্গলবার সকালে পুজকরা গ্রামের পূর্ব পাড়া এলাকায় এই মানববন্ধনে কর্মসূচী পালন করা হয়।  মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহাম্মদ আব্দুল্লাহ, ব্যবসায়ী সামছুল আলম শামীম মিয়াজী, হাফেজ শাহ আলম, নিহত নুরুন নাহারের ছোট বোন সকিনা বেগম, নিহতের স্বজন জামেনা বেগম, বিবি মরিয়ম, আব্দুল করিম প্রমুখ। উল্লেখ্য, ভাতিজিকে বিয়ে করতে না পেরে মা ও ভাবিকে গত সোমবার দুপুরে কুপিয়ে হত্যা করেছে পুজকরা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সাইদুল হক সাইফুল ওরফে সিকি (২৮) নামের এক পাষন্ড যুবক। নিহতরা হলেন সাইদুল হকের আপন মা নুরজাহান বেগম (৬৫) ও তার সৎ ভাই আব্দুল আজিজের স্ত্রী ও ঘাতকের  আপন খালাতো বোন নুরুন নাহার বেগম (৪৫)।