ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নানির বাড়ি বেড়াতে এসে সড়ক দুর্ঘনায় শিশু নিহত
Published : Tuesday, 9 February, 2021 at 6:18 PM
নানির বাড়ি বেড়াতে এসে সড়ক দুর্ঘনায় শিশু নিহতগাজীপুরে নানির বাড়ি বেড়াতে এসে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় মঙ্গলবার বিকেলে এক শিশু নিহত

গাজীপুরে নানির বাড়ি বেড়াতে এসে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় মঙ্গলবার বিকেলে এক শিশু নিহত হয়েছে। তার নাম সাথী (৭)। সে জামালপুরের বকশীগঞ্জ থানার সাধুরপাড়া এলাকার সামিরুলের মেয়ে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এসআই আল আমিন জানান, গত কয়েকদিন আগে দাদির সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম বিলাশপুরের হাবিুবল্লাহ সড়ক এলাকায় নানির বাড়ি বেড়াতে আসে সাথী। মঙ্গলবার বিকেলে বাসার পাশের সড়ক পার হওয়ার সময় সিএনজি চালিত একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাথীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।