কিডনিজনিত সমস্যায় ভুগতে থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অন্তর সাহার চিকিৎসার জন্য ১ লাখ ৪৭ হাজার টাকা হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৪ তম ব্যাচ।
মঙ্গলবার (৯ফেব্রুয়ারি) ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষে বিভাগের চেয়ারম্যান ড. বনানী বিশ্বাসের নিকট এ টাকা হস্তান্তর কর হয়।
বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস বলেন, 'অন্তর তার পরিবারের একমাত্র ছেলে, এবং বাবা নাই। অসহায় মায়ের পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব না। আমরা যে করে হোক তার মায়ের মুখ উজ্জ্বল করব'।
উল্লেখ্য, কিডনি জনিত সমস্যা নিয়ে তিন বছর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন অন্তর সাহা।বর্তমানে তার ২টা কিডনিই ড্যামেজড। বাঁচতে হলে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, প্রয়োজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা।
নিজ নিজ অবস্থান থেকে সকলের একটু সহযোগিতায় ফিরিয়ে আনতে পারে একটি প্রাণোচ্ছল তরুণ প্রাণ।
আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশ- ০১৬২২৬৭৬৮৬৮, ০১৭৩৩৮৭৫৮৪৬
নগদ- ০১৬২২৬৭৬৮৬৮, ০১৭৩৩৮৭৫৮৪৬
রকেট- ০১৬২২৬৭৬৮৬৮১, ০১৭৩৩৮৭৫৮৪৬৫
জনতা ব্যাংক একাউন্ট নাম্বার- ১০০০০২২৭৭২৫৭ (মাইজদী কোর্ট শাখা, নোয়াখালী)