হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০০ কেজি কসমেটিকস,১২৬ কার্টন সিগারেটসহ ৫ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় বিমানবন্দরের আগমনী পার্কিং এলাকা থেকে মালামালসহ তাদের আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আর্মড পুলিশ জানায়, ইসমাইল হোসেন পাটোয়ারী (৩২), মহিউদ্দিন (৩৪), মোহাম্মদ রাসেল হোসেন (২৯), লোকমান (৩৪) ও নুর জামান (২২) দুবাই থেকে বাংলাদেশ বিমানযোগে ঢাকায় অবতরণ করেন। তারা শুল্ক ফাঁকি দিয়ে কাস্টম চ্যানেল পার হয়ে ২ নম্বর আগমনী থেকে বের হয়ে যান। তাদের কাছ থেকে ২০০ কেজি কসমেটিকস,১২৬ কার্টন সিগারেট আটক করা হয়। জব্দ পণ্যের বাজার মূল্য ৪০ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে আট ব্যক্তিরা জানান, তারা নিয়মিতভাবে শুল্ক ফাঁকি দিয়ে এ ভাবে মালামাল আনার কাজ করে আসছেন।
আটক ৫ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।