ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অবশেষে ঘরের মাঠে জয় পেল মোহামেডান
পুলিশ এফসিকে হারালো ১-০ গোলে---
Published : Wednesday, 10 February, 2021 at 12:00 AM, Update: 10.02.2021 1:10:42 AM
অবশেষে ঘরের মাঠে জয় পেল মোহামেডানতানভীর দিপু:
কুমিল্লায় পুলিশ ফুটবল কাবের বিরুদ্ধে একমাত্র গোলে জয় পেল মোহামেডান স্পোর্টিং কাব। হোমগ্রাউন্ডে মোহামেডানকে অবশেষে জয় এনে দিলেন জাপানি অধিনায়ক উরু নাগাতা। গতকাল কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পুলিশ কাবের বিরুদ্ধে পূর্ন পয়েন্ট নিয়েই ফিরলো কোচ শন লেনের সাদাকালো দল। জয়ের মুচকি হাসি নিজেদের মাঠে আগের ম্যাচে বসুন্ধরা কিংসের সাথে শোচনীয় হারের কষ্টটা কিছুটা হলেও মুছে নিলো মোহামেডানের সমর্থকরা।  
৭ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলে ৬ নাম্বারে উঠে এলো মোহামেডান আর হারের পরও ৯ নম্বরেই আছে শ্রীলঙ্কান কোচ পাকির আলীর পুলিশ ফুটবল কাব।  
খেলার শুরুতেই প্রথম ১০ মিনিট মোহামেডানকে পর পর কয়েকটি আক্রমণ করে পুলিশ কাব। তবে বুরুকিনা ফাসোর ডিফেন্ডার মনজির, বাংলাদেশি আতিকুজ্জামান এবং জাপানি মিডফিল্ডার উরু নাগাতাই ঠেকিয়ে দেয় আক্রমণগুলো। তবে আক্রমণের ধারাবাহিকতা রাখতে পারেনি পুলিশের ফরোয়ার্ডরা। প্রথমার্ধের পরের ২০ মিনিট চলে আক্রমণ পাল্টা আক্রমনের চেষ্টা। বার বার চেষ্টা করেও কেউ বল পৌছাতে পারেনি গোল পোস্টের জালে।
দ্বিতীয়ার্ধের শুরুতে পুলিশ এফসির ডি বক্সের একটু বাইরে থেকে ফ্রি কিক নেয় মোহামেডানের হাবিবুর রহমান সোহাগ। ডি বক্সের ভিতরে ফ্রি কিক থেকে হেড করে গোল করার সুযোগ হারননি মোহামেডান অধিনায়ক। পুলিশের গোলকিপার নেহালকে ফাঁকি দিয়ে বল নাগাতার হেডে চোখের পলকে জালে জড়ায়। এ গোলেই পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল মোহামেডান। এই নিয়ে দু’টি ম্যাচ জিতলো মোহামেডান আর হোমগ্রাউন্ডে এটি তাদের প্রথম জয়।
পরে পুলিশ এফসিকে জেঁকে ধরে মোহামেডান। আমিনুর রহমান সজিব আর নাইজেরিয়ান ফরোয়ার্ড মোহাম্মাদ নুরাতকে নিয়েই ব্যস্ত হয়ে থাকতে হয় পুলিশের ডিফেন্ডারদের। পুলিশ এফসির বিদেশী ফরোয়ার্ড আখমেডভ,  ফামোসা আর মিডফিল্ডার ফ্রেডরিখ পুডা বেশ কয়েকটি আক্রমণের চেষ্টা করেও সফলতা পায়নি।
৬ ম্যাচে তৃতীয় হারের তেতো স্বাদ নিয়েই কুমিল্লা ছাড়তে হলো পুলিশ এফসিকে।
পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেই আছে কুমিল্লার দল বসুন্ধরা কিংস, পরে আছে শেখ জামাল, ঢাকা আবাহনী, শেখ রাসেল, সাইফ স্পোর্টিং। এর পরেই আছে মোহামেডান স্পোর্টি কাব।
কুমিল্লা স্টেডিয়ামে পরের ম্যাচে ১৬ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ আর ১৭ ফেব্রুয়ারি মোহামেডানের মুখোমুখি হবে রহমতগঞ্জ এমএফসি।