ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোমনা পৌরসভা নির্বাচন  প্রচারণায় ব্যস্ত আওয়ামীলীগ-বিএনপি প্রার্থী
Published : Wednesday, 10 February, 2021 at 12:00 AM, Update: 10.02.2021 1:10:53 AM
হোমনা পৌরসভা নির্বাচন  প্রচারণায় ব্যস্ত আওয়ামীলীগ-বিএনপি প্রার্থীকবির হোসেন, তিতাস ঃ কুমিল্লার হোমনায় ৪ দিন পর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিরামহীন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী। আওয়ামীলীগের প্রার্থী এডভোকেট নজরুল ইসলাম প্রতীক (নৌকা) ও বিএনপি প্রার্থী মো. আব্দুল লতিফ প্রতীক (ধানের শীষ)।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিএনপির প্রার্থী আব্দুল লতিফ পৌরসভার লটিয়া, শ্রীমদ্দি, গোয়াড়ীভাঙ্গা ও দাড়িগাঁও গণসংযোগ করেন। গণসংযোগকালে সাধারণ ভোটাররা বিএনপির এই প্রার্থীকে আশস্ত করে বলেন, আপনারা যদি ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারেন তাহলেই আমরা কেন্দ্রে যাবো এবং ধানের শীষে ভোট দিবো। ভোটারদের উদ্দেশ্যে আব্দুল লতিফ বলেন, আপনারা কোন প্রকার ভয় পাবেন না, মাঠ আমাদের পক্ষে আছে এবং ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে, ভোট চুরির কোন সুযোগ নেই। আপনারা সকলে স্বত:স্ফুর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের ভোট আপনারা দিবেন।
অপরদিকে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান মেয়র এ্যাডভোকেট নজরুল ইসলামের পক্ষে শ্রীমদ্দি পূর্ব পাড়ায় পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে নির্বাচনী পথ সভা করেন।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী এ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়ন, স্থানীয় এমপি সেলিমা আহমেদ মেরীর উন্নয়ন ও হোমনা পৌরসভার উন্নয়ন অব্যাহত রাখতে সারা দেশের ন্যায় ১৪ ফেব্রুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য উপস্থিত ভোটারদের প্রতি আহ্বান করেন এবং অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করাসহ পৌরবাসীর সেবা করার জন্য দ্বিতীয় বারের মতো নৌকাকে বিজয়ী করবেন বলে আমি বিশ^াস করি। এদিকে সাধারণ ভোটারদের সাথে কথা হলে তারা সাংবাদিকদের বলেন সুষ্ঠ ভোট অনুষ্ঠিত হলে আমরা কেন্দ্রে যাবো এবং আমাদের পছন্দের প্রার্থীকে আমাদের ভোট দিবো।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় মেয়র পদে তিন জন, সংরক্ষিত কাউন্সিল পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৫১১২ ভোট, এর মধ্যে নারী ভোটার ১২২০৫ ভোট এবং পুরুষ ভোটার ১২৯০৭ ভোট। ১১টি কেন্দ্রে ৭২টি বুথে ইভিএম পদ্বতিতে ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।