ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
 মা-ভাবির খুনীর ফাঁসির দাবীতে মানববন্ধন
Published : Wednesday, 10 February, 2021 at 12:00 AM
বারী উদ্দিন আহমেদ বাবর॥
কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউনিয়নের পুজকরা গ্রামে মা-ভাবিকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় ঘাতক সাইদুল হক সাইফুল ওরফে সিকি’র ফাঁসির দাবীতে মানবন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে পুজকরা গ্রামের পূর্ব পাড়া এলাকার শতশত মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় সমাজপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ব্যবসায়ী সামছুল আলম শামীম মিয়াজী, হাফেজ শাহ আলম, নিহত নুরুন নাহারের ছোট বোন সকিনা বেগম, নিহতের স্বজন জামেনা বেগম, বিবি মরিয়ম, আব্দুল করিম, আর্মি আলী আক্কাস, তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন, এনায়েত উল্লাহ ভান্ডারী, ফজলুল হক প্রমুখ।
উল্লেখ্য, ভাতিজিকে বিয়ে করতে না পেরে মা ও ভাবিকে গত সোমবার দুপুরে কুপিয়ে হত্যা করেছে পুজকরা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সাইদুল হক সাইফুল ওরফে সিকি (২৮) নামের এক পাষন্ড। নিহতরা হলেন সাইদুল হকের আপন মা নুরজাহান বেগম (৬৫) ও তার সৎ ভাই আব্দুল আজিজের স্ত্রী ও তার আপন খালাতো বোন নুরুন নাহার বেগম (৪৫)। এসময় আহত হয় অপর ভাতিজি আরজু বেগম ও তার স্বামী পাশ্ববর্তী আদ্রা গ্রামের আরিফুল ইসলাম। ঘাতক সাইদুল হককে আটক করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।
মানববন্ধন শেষে স্থানীয়রা বিশাল বিক্ষোভ মিছিল করে। মিছিলটি এলাকার প্রধান-প্রধান সড়ক পদক্ষিণ শেষে কাকৈরতলা দোকানের সামনে এসে শেষ হয়।