ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৩ সপ্তাহের জন্য বন্ধ থাকবে ঘানার পার্লামেন্ট
Published : Wednesday, 10 February, 2021 at 12:06 PM
৩ সপ্তাহের জন্য বন্ধ থাকবে ঘানার পার্লামেন্টআইনপ্রণেতা ও কর্মীদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে ঘানার পার্লামেন্ট তিন সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, পার্লামেন্টের অন্তত ১৭ সদস্য ও ১৫ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এতে আইনপ্রণেতারা অধিবেশনে উপস্থিত হতে পারছেন না।

মঙ্গলবার স্পিকার আলবান বাগবিন বলেন, পার্লামেন্ট প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে আগামী ২ মার্চ পর্যন্ত অবকাশ থাকবে।

‘নেতৃবৃন্দের সঙ্গে আলাপের আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী তিন সপ্তাহের জন্য পার্লামেন্টের কার্যক্রম স্থগিত রাখা হবে।’

পশ্চিম আফ্রিকার দেশটিতে এখন পর্যন্ত ৭৩ হাজার তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৮৩ জনের।

ইতিমধ্যে বিয়ের অনুষ্ঠান, পার্টি ও অন্ত্যেষ্টিক্রিয়ার মতো বড় অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের মার্চ থেকে স্থল ও সমুদ্র সীমান্ত দিয়ে লোকজনের যাতায়াতও বন্ধ রয়েছে।

আর সৈকত, নাইটক্লাব, প্রেক্ষাগৃহ ও পানশালাও খুলতে না করা হয়েছে।