ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সদর দক্ষিণে করোনার টিকা নিয়েছেন ৬৬০ জন
রেজিস্ট্রেশন করেছেন ১ হাজার ৪৪০ জন---
Published : Wednesday, 10 February, 2021 at 12:00 AM, Update: 10.02.2021 1:11:07 AM

সদর দক্ষিণে করোনার টিকা নিয়েছেন ৬৬০ জন মো. মিজানুর রহমান ||
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার পর্যন্ত জনপ্রতিনিধিসহ ৬৬০জন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও  নানা পেশার লোকজন করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। এ পর্যন্ত উপজেলায় ১ হাজার ৪৪০ জন করোনার টিকার প্রথম ডোজ নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন বলে কুমিল্লার কাগজকে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আশরাফুর রহমান। প্রথম ডোজ টিকা গ্রহণের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নেয়া হয় বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নেয়ার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা পেশার মানুষকে ভিড় করতে দেখা যায়। টিকা গ্রহণের প্রথম দিনে কমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরীসহ ৪০জন টিকা গ্রহণ করেছেন। দ্বিতীয় দিনে কুমিল্লা জেলার ১৭টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশী টিকা নিয়েছেন সদর দক্ষিণ উপজেলায়। সেদিন ৩৫০জন  করোনার টিকা গ্রহণ করেছেন। তৃতীয় দিনে উক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আশরাফুর রহমানসহ ২৭০ জন করোনার টিকা গ্রহণ করেছেন।