Published : Wednesday, 10 February, 2021 at 12:00 AM, Update: 10.02.2021 1:11:25 AM
মাসুদ আলম।। মহামারী করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিতে কুমিল্লায় প্রতিদিনই ক্রমন্বয়ে মানুষের আগ্রহ বাড়ছে। প্রথম ও দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিন মানুষের আগ্রহ তৈরি হওয়ার ফলে টিকা দান কেন্দ্রে কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। মানুষের উপস্থিতি, ভিড় ও সামাজিক দূরত্ব সৃষ্টি করতে টিকা কেন্দ্রগুলোতে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক সদস্যরা হিমশিম খেতে হচ্ছে। কর্মকর্তা বলছেন, করোনাভাইরাসের টিকা নিতে আসা মানুষের ভিড় প্রতিদিনই বাড়ছে। প্রথমদিন লক্ষমাত্রা অনুসারে মানুষ টিকা নিতে না আসলেও তৃতীয় দিন এর মাত্রা ছাড়িয়ে গেছে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, করোনাভাইরাসের প্রতিষেধক টিকা দানের তৃতীয় দিন ৩ হাজার ৮১৩ জন ব্যক্তি টিকা নিয়েছেন। তারমধ্যে ২৫৯৫ জন পুরুষ এবং ১২১৭ জন নারী টিকা নিয়েছেন।
তিনি আরও বলেন, কার্যক্রম উদ্বোধনের পর কুমিল্লার ২৪টি টিকাদান কেন্দ্রে তিন দিনে ৬ হাজার ৬৩৫ জন করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিয়েছেন। এরমধ্যে ৪ হাজার ৬১৪ জন পুরুষ এবং ২ হাজার ২০ জন নারী টিকা নেন।
এর আগে কুমিল্লায় প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নেয়া ব্যক্তিদের পরিমাণ বাড়ে। প্রথম দিনে টিকা নেয়া ব্যক্তি তুলনায় দ্বিতীয় দিন প্রায় ৭০০ এর অধিক মানুষ বেশি টিকা নিয়েছেন। টিকা কার্যক্রম শুরু হওয়ার দ্বিতীয় দিন কুমিল্লার ২৪টি টিকা কেন্দ্রে ১৭৩১ জন ব্যক্তি নিয়েছেন। এরমধ্যে পুরুষ ১২৩৫ জন এবং নারী ৪৯৬ জন টিকা নেন। প্রথম দিন ১ হাজার ৯১ জন ব্যক্তি টিকা নিয়েছিলেন। কুমিল্লা সদর হাসপাতালসহ ১৭ উপজেলার। এরমধ্যে পুরুষ ৭৮৪ জন এবং নারী ৩০৭জন করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নেন।
জেলা সিভিল সার্জন ডাক্তার নিয়াতুজ্জামান জানান, কুমিল্লার জন্য প্রাপ্ত ২ লাখ ৮৮ হাজার ডোজ টিকা, ১ লাখ ৪৪ হাজার লোককে দুই ডোজের মাধ্যমে দেয়া হবে।
তিনি আরও বলেন, আশাকরি আগামী দিনগুলোতে মানুষের মধ্যে টিকা নেয়ার প্রবণতা বাড়বে। রেজিস্ট্রেশন করে যে আগে আসবেন তিনিই আগে টিকা নিতে পারবেন। আমরা নানাভাবে মানুষকে টিকা উদ্বুদ্ধ করছি।